মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


মেট্রো
চমেক হাসপাতালে মানববন্ধন
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম   (ভিজিট : ১১৪)
চট্টগ্রাম ব্যুরো :
হবিগঞ্জে মো. সাইফুল ইসলাম নামে এক মেডিক্যাল টেকনোলজিস্টকে হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে মেডিক্যাল টেকনোলজিস্টরা।  
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সামনে এ মানববন্ধন করেন তারা। বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) চট্টগ্রাম জেলা, বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা বিএমটিএ’র সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক অমিত ঘোষ, বিএমটিপি’র সভাপতি জাহিদ হোসেন ফয়সল, মমতাজ উদ্দিন, সুকান্ত চক্রবর্তী। এসময় বিএমটিএ চট্টগ্রাম জেলার সভাপতি মো মোসলেম উদ্দিন বলেন, ‘সাইফুল ইসলাম করোনার সময় হাজার হাজার মানুষকে সেবা দিয়েছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি করোনার নমুনা সংগ্রহ করেছেন।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com