সাংবাদিকদের সঙ্গে এডাবের মতবিনিময়
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম (ভিজিট : ১০৩)
নিজস্ব প্রতিবেদক :
‘উন্নয়ন প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারি ও প্রতিনিধিত্বকারী সংগঠন- এডাব-এর এক মতবিনিময় সভা গত বুধবার রাজধানীর আদাবরে এডাবের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডাবের চেয়ারপারসন আব্দুল মতিন। এনজিও এবং গণমাধ্যম একই উদ্দেশ্যে কাজ করে, তা হল, দেশের উন্নয়ন। এনজিওদের সহায়তায় সাংবাদিকরা জনগণের কথা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে পারে সূচনা বক্তব্যে এডাবের চেয়ারপারসন আব্দুল মতিন এ কথা বলেন। তিনি আরো বলেন, এডাব বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর একমাত্র মুখপাত্র। ৬১ জেলায় এডাবের মোট সদস্য সংখ্যা ৯৯১ জন। এডাব সরকারের উন্নয়ন সহযোগী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি সংগঠন। এডাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস-চেয়ারপারসন মাজেদা শওকত আলী দেশের উন্নয়নে এনজিওদের কার্যক্রম, সফলতার চিত্র তুলে ধরা, তাদের প্রতিবন্ধকতা দূর করতে এডাব এবং সাংবাদিকরা কোনো কোনো ক্ষেত্রে কাজ করতে পারে, তা, চিহ্নিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। এডাবের চেয়ারপারসন আব্দুল মতিন এনজিওদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এছাড়া, স্বঃতস্ফূর্ত আলোচনায় এনজিওদের সফলতা ও প্রতিবন্ধকতার বিষয়ে গণমাধ্যমে তুলে ধরা, জেলা পর্যায়ের সাংবাদিকদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে জাতীয় পর্যায়ে তথ্য তুলে ধরা, সাংবিধানিক অধিকার বিষয়ে জনগণকে সচেতন করা।