আজ ঢাকা মিডিয়া ক্লাবের বর্ণাঢ্য আয়োজন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম (ভিজিট : ১৪৯)
নিজস্ব প্রতিবেদক :
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব। এ আয়োজনে থাকছে দেশসেরা সং¯ড়ৃতি ব্যক্তিদের গান, নাচ ও কবিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, উ"ে^াধক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ক্রীড়া ও সাং¯ড়ৃতিক সম্পাদক ও বিসিআরএ সাধারণ সম্পাদক দুলাল খান। সভাপতিত্ব করবেন অভি চৌধুরী। সঞ্চালনা খন্দকার ইসমাইল ও শারমিন লাকী। কৃতি ব্যক্তিদের মধ্যে আজীবন সম্মানন প্রদান করা হবে। ১. রশিদুল আলম (যু"াহত বীর মুক্তিযো"া ও উপদেষ্টামলীর সদস্য-বাংলাদেশ আওয়ামী লীগ), ২. ফাইট সার্জেন্ট (অব.) আব্দুল জলিল (বীর মুক্তিযো"া, আগরতলা ষড়যন্ত্র মামলায় অন্যতম অভিযুক্ত আসামী ও বঙ্গবšুর ঘনিষ্ট সহচর), ৩. মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম (স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদানকারী তৎকালীন পুলিশ সুপার), ৪. অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী (ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ডাকসু আয়োজিত জাতির পিতাকে 'বঙ্গবšু' ঘোষণার সময়ে অনুষ্ঠান সঞ্চালক) ও ৫. ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন এনডিসি (মহাপরিচালক, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর)। এছাড়া সম্মাননা পাচ্ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ, একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী ড. অরূপ রতন চৌধুরী, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, খ্যাতনামা কণ্ঠশিল্পী আলম আরা মিনু, বঙ্গবন্ধু গবেষক প্রফেসর ড. আবুল হোসেন, কণ্ঠশিল্পী অনন্যা রুমা, সাংবাদিক রিমন মাহফুজ প্রমুখ। ঢাকা মিডিয়া ক্লাবের সাথে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। ঢাকা মিডিয়া ক্লাবের এবারের প্রোগ্রামে থাকছে ব্যতিক্রমতার ছোঁয়া। ঢাকা মিডিয়া ক্লাবের পক্ষ থেকে ঐদিন সকাল ৯টার মধ্যে স্বাস্থ্য বিধি মেনে মিলনায়তনে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়েছে আমন্ত্রিত অতিথিদের।