ছাত্রী নির্যাতনের অভিযোগে হলি ফ্যামিলির সহকারী অধ্যাপক গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম (ভিজিট : ১২০)
নিজস্ব প্রতিবেদক :
হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরু"ে। এই ঘটনায় তার বিরু"ে ভুক্তভোগী ওই ছাত্রী একটি মামলাও করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে র্যাব ওই চিকিৎসককে গ্রেফতার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি জানান। এর আগে গত ২২ ডিসেম্বর ওই শিক্ষকের বিরু"ে যৌন হয়রানির অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলেজের শেষ বর্ষের এক ছাত্রী। জিডিতে শিক্ষার্থী অভিযোগ করেন।