বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


প্যারিসে ইউরোবাংলা টিভির আয়োজন "লাল-সবুজের মহোৎসব" অনুষ্ঠিত
প্যারিস প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৩:৩২ PM

স্বাধীন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে কমিউনিটির স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণিল সাংস্কৃতিক আয়োজন "লাল-সবুজের মহোৎসব"।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ইউরোবাংলা টিভি আয়োজিত অনন্য এ অনুষ্ঠানে সাংষ্কৃতিক অনুষ্ঠান উপহার দেন একঝাঁক প্রবাসী নামী-গুনী শিল্পীর দল।

ইউরোপের জনপ্রিয় উপস্থাপিকা প্রিয় ধ্রুব'র সঞ্চালনায় এ অনুষ্ঠানের শুরুতে দর্শকদের স্বাগত জানিয়ে বরণ করে নেন ইউরোবাংলা টিভি'র ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির।

চলমান অমিক্রন আতঙ্ক স্বত্ত্বেও উৎসাহ-উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানে হলভর্তি কাঙ্খিত দর্শকদের দেখতে পেয়ে ভূয়সী প্রশংসা করে বক্তব্য দেন কমিউনিটি নেতা নূরুল আবেদিন, ফ্রান্স খ্যাত বাংলা অটো গ্রুপের পরিচালক সালাম হোসেইন রহমান, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি নূরুল আবেদিন, কমিউনিটি সংগঠন বন্ধন এর সহ-সভাপতি পাপিয়া, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন, ইউরো বাংলা টিভির প্যারিস প্রতিনিধি এস আই তানজু চৌধূরী।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশাত্মবোধক গানের মন-মাতানো উপস্থাপনা ছিল প্রধান আকর্ষন। এতে সঙ্গিতের চমক নিয়ে আসেন ইউরপের জনপ্রিয় সঙ্গিতশিল্পী মুন্নী খন্দকার, লুবনা ইয়াসমিন, বরণ বড়ুয়া, রাজীব, শর্মী মুৎসুদ্দী, ও ক্ষুদে শিল্পী নিপসি, নিদুয়া ও আদিফা সহ আরো অনেকে। সর্বোপরি সিনিয়র জুনিয়র ও নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহনে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দপূর্ণ মিলনমেলায়।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্যানেল শাহ গ্রুপ, মিনহা গ্রুপ, বাংলা অটো গ্রুপ, এনএস ডেকো মোব, জিএমজি কার্গো, ইজিবাজার, ফাইহাস ফ্যাশন, নবকন্ঠ ও টেক পার্টনার এফএনএফ ল্যাব কে বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জনাব আবু তাহির।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com