বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব আয়োজনে বিজয় বিশ্বময়
পর্তুগাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৫:৫৭ PM

বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের আয়োজনে ইউরোপের বিভিন্ন দেশের সাংবাদিকদের নিয়ে  সোমবার বিকাল ৫ টায় অনলাইন সভার অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অস্ট্রেয়া থেকে আয়েবাপিসির প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান।তাছাড়া আয়েবাপিসির সভাপতি হাবিবুর রহমান হেলালের অসুস্থতার কারণে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো. জিয়াউর রহমান খান সোহেল এবং সঞ্চালনা সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাকির হোসেন সুমন। শুরুতেই আয়েবাপিসির উপদেষ্টা বৃন্দসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যরা তাদের ব্যক্তিগত পরিচয় পর্বের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে যুক্ত হওয়া বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও লেখক আনিস আলমগীর ইউরোপের মাটিতে বিভিন্ন দেশের সাংবাদিকদের নিয়ে আয়েবাপিসির গঠনের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, এক সময় ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি সমর্থন আদায়ের সর্বাত্মক চেষ্টা করছেন।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ইউরোপের বিভিন্ন সাংবাদিকদের নিয়ে গঠিত এই আয়েবাপিসি প্রতিষ্ঠার প্রশংসা করে বলেন এর ফলে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূতদের মধ্যে আরও ঐক্য ও পারস্পরিক সম্পর্ক জোরদার হবে। তিনি এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেখানোর কথা জানান। তাছাড়াও যে সমস্ত বিদেশীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধকে সমর্থন ও সহযোগীতা করেছেন তাদেরকেও সরকার খুঁজে বের করে সম্মানিত করবেন বলে তার বক্তব্যে উল্লেখ করেন।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com