বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


পর্তুগাল বাংলা প্রেসক্লাবের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
পর্তুগাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ২:০৭ PM

স্বাধীনতার ৫০ বছর উদযাপনে, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বিজয়ের উল্লাসের শিরোনামে রাজধানী লিসবনের স্হানীয় মাল্টি কালচার একাডেমির হল রুমে ২৬ শে ডিসেম্বর রাত ৮:৩০ মিনিটে প্রবাসীদের মিলন মেলার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় এবং সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে এসো মিলে একসাথে বিজয়ের উল্লাসে শিরোনামে শুভেচ্ছা বক্তব্যে রাখেন সংগঠনটির সহ সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী।পাশাপাশি বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সহ সভাপতি জহিরুল ইসলাম মুন, এফ.আই রনি, সাংগঠনিক সম্পাদক তারিকুল আহসান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এস.খান ফাহিম, নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ তানভীর।
আলোচনায় বক্তাগন স্বাধীনতার থেকে বিজয় অর্জনের দীর্ঘ ৯ মাসের মুক্তিযোদ্ধার সময়ের গুরুত্ব ও তাৎপর্য সেই সাথে পর্তুগাল বাংলা প্রেসক্লবের আদর্শ উদ্দেশ্য আগত অতিথিদের মাঝে উপস্থাপন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে  নতুন প্রজন্মের শিশু কিশোর এবং কমিউনিটির ব্যক্তিবর্গদের নিয়ে বিজয়ের ৫০ কেক কাটার মাধ্যমে সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই লাল সবুজের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বাংলাদেশের  শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।তারপর নাচ এবং  দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অতিথিদের পুরো অনুষ্ঠান জুড়ে  মাতিয়ে রাখা হয়। 
অনুষ্ঠানে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মনার ব্যক্তিবর্গ পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ রানা তাসলিম উদ্দিন, জহিরুল ইসলাম জসিম, আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, রাজিব আল মামুন, রনি হোসাইন, তানভীর আলম জনি প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের কোষাধক্ষ্য জাহিদ কায়সার, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ জাহান, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ, সদস্য হাসান কোরাইশী। আগত অতিথিদের উদ্দেশ্যে দেশীয় হরেক রকমের পিঠা পায়েস সহ রাতের খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com