মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


মেট্রো
ন্যাপ থেকে পরিতোষ দেবনাথ বহিষ্কৃত
প্রকাশ: রোববার, ৬ জুন, ২০২১, ১২:০০ এএম   (ভিজিট : ৩৪৮)
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাবু পরিতোষ দেবনাথকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার বারিধারায় ন্যাপের কার্যকরী সভাপতির দায়িত্বপ্রাপ্ত আইভি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১০ মে তাকে পার্টির অনুমতি না নিয়ে, গঠনতন্ত্র লঙ্ঘন করে নিজের ইচ্ছামতো ন্যাপের নাম ব্যবহার করে আলাদাভাবে আজিমপুরে কর্মসূচী পালন, ন্যাপ অফিসে কর্মীসভা আহবান, ভাষা শহীদ দিবসে আলাদাভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, করোনাকালে একাধিক ভার্চুয়ালসভা আহবান করা ছাড়াও নিজে অমুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযুদ্ধের সংগঠক পরিচয়ে সাক্ষৎকার দেয়ার অভিযোগে ১৫ দিনের সময় দিয়ে আÍপক্ষ সমর্থনের নোটিশ দেওয়া হয়। সভার শুরুতে কার্যকরী সভাপতির দায়িত্বভার গ্রহণ করায় আইভি আহমেদকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।  সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করা হয়।  সভায় বক্তব্য রাখেন সভাপতি মণ্ডলীর সদস্য আবদুর রহমান, এইচ, এম লুৎফর রহমান রঞ্জু, কাজী সিদ্দিকুর রহমান, মাষ্টার নুরুল ইসলাম প্রমুখ।










আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com