বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
এবার বাংলাদেশ হারায় শেষ টি-টোয়েন্টি অঘোষিত ফাইনাল
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম   (ভিজিট : ২০)
টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে আজ কক্সবাজারে নেমেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে অপেক্ষাটা বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা।

চতুর্থ টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষটিকে অঘোষিত ফাইনালে পরিণত করেছে পাকিস্তান। ম্যাচটি আগামী ১২ ডিসেম্বর হবে কক্সবাজারেই।

আজ জিতে সিরিজ ২-২ করেছে পাকিস্তান।
লক্ষ্যটা আজ বেশ বড়ই দিয়েছিল বাংলাদেশ। ১২৭ রানের লক্ষ্য। আগের তিন ম্যাচে কোনো দলই এক শ স্পর্শ করতে পারেনি।

আজ সেই লক্ষ্যও ১১ বল হাতে রেখে জিতেছে পাকিস্তানের মেয়েরা।
দলীয় ৫৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দিয়েছিল বাংলাদেশ। তবে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া জারিন তাসনিমের চেষ্টা সফল হয়নি। হতে দেননি ফিজ্জা ফিয়াজ ও অধিনায়ক ইমান নাসের।

অবিচ্ছেদ্য ৬৯ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করেন দুজনে। ১৪৮.৫৭ স্ট্রাইকরেটে ৫২ রানের ইনিংস খেলেন ফিয়াজ। ৩৫ বলের অপরাজিত ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়। অন্যদিকে ওপেনিংয়ে নেমে ৪ চারে ৪২ রানে অপরাজিত থাকেন পাকিস্তানের অধিনায়ক।
বাংলাদেশের কোনো ব্যাটার ফিফটি না পেলেও ১২৭ রানের সংগ্রহটা পেয়েছিল অচেনা জান্নাতের ৩৫ রানের ইনিংসে ভর করে।

এ ছাড়া কমপক্ষে ২০ রানের দুটি ইনিংস খেলেছেন সুমাইয়া আক্তার ও মায়মুনা নেহার। ওপেনার সুমাইয়ার ২০ রানের বিপরীতে ২৪ রানে অপরাজিত থাকেন মায়মুনার। তবে দল হারায় তাদের ইনিংস কাজে আসেনি। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রোজিনা আকরাম ও মেমুনা খালিদ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নকলায় শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা
তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন: এ্যানি
কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
ইউএনও’র উদ্যোগে শেওলা ও পরগাছামুক্ত হল বধ্যভূমির স্মৃতিস্তম্ভ
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কটিয়াদীতে দ্রুতগামী নসিমন গাড়ি উল্টে নিহত ১ ও আহত ১
ততটুকু সংস্কার হবে যতটুকু আমলাতন্ত্র চায়: ইফতেখারুজ্জামান
কালীগঞ্জে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনায় চারজনকে জরিমানা
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ছড়িয়ে পড়ছে সংঘাত, এ পর্যন্ত নিহত ৭
যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলের ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান হামাসের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com