প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম (ভিজিট : ২০)
টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে আজ কক্সবাজারে নেমেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে অপেক্ষাটা বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা।
চতুর্থ টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষটিকে অঘোষিত ফাইনালে পরিণত করেছে পাকিস্তান। ম্যাচটি আগামী ১২ ডিসেম্বর হবে কক্সবাজারেই।
আজ জিতে সিরিজ ২-২ করেছে পাকিস্তান।
লক্ষ্যটা আজ বেশ বড়ই দিয়েছিল বাংলাদেশ। ১২৭ রানের লক্ষ্য। আগের তিন ম্যাচে কোনো দলই এক শ স্পর্শ করতে পারেনি।
আজ সেই লক্ষ্যও ১১ বল হাতে রেখে জিতেছে পাকিস্তানের মেয়েরা।
দলীয় ৫৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দিয়েছিল বাংলাদেশ। তবে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া জারিন তাসনিমের চেষ্টা সফল হয়নি। হতে দেননি ফিজ্জা ফিয়াজ ও অধিনায়ক ইমান নাসের।
অবিচ্ছেদ্য ৬৯ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করেন দুজনে। ১৪৮.৫৭ স্ট্রাইকরেটে ৫২ রানের ইনিংস খেলেন ফিয়াজ। ৩৫ বলের অপরাজিত ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়। অন্যদিকে ওপেনিংয়ে নেমে ৪ চারে ৪২ রানে অপরাজিত থাকেন পাকিস্তানের অধিনায়ক।
বাংলাদেশের কোনো ব্যাটার ফিফটি না পেলেও ১২৭ রানের সংগ্রহটা পেয়েছিল অচেনা জান্নাতের ৩৫ রানের ইনিংসে ভর করে।
এ ছাড়া কমপক্ষে ২০ রানের দুটি ইনিংস খেলেছেন সুমাইয়া আক্তার ও মায়মুনা নেহার। ওপেনার সুমাইয়ার ২০ রানের বিপরীতে ২৪ রানে অপরাজিত থাকেন মায়মুনার। তবে দল হারায় তাদের ইনিংস কাজে আসেনি। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রোজিনা আকরাম ও মেমুনা খালিদ।