বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলের ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান হামাসের
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ এএম   (ভিজিট : ৭৮)
হামাস বলছে যে, ইসরায়েল যদি চুক্তি লঙ্ঘন অব্যাহত রাখে তবে যুদ্ধবিরতি এগিয়ে নেওয়া সম্ভব হবে না। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে যে, গত অক্টোবরে কার্যকর হওয়ার পর থেকে কমপক্ষে ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। খবর আল জাজিরার। হামাসের কর্মকর্তা হুসাম বাদরান মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি করে তাদের বিদ্যমান প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি দখলদাররা চুক্তি লঙ্ঘন করবে এবং তাদের প্রতিশ্রুতি এড়িয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পরবর্তী পর্যায় শুরু হতে পারবে না। মধ্যস্থতাকারীদের প্রথম পর্যায়ের বাস্তবায়ন সম্পন্ন করার জন্য দখলদারদের ওপর চাপ প্রয়োগের কথা বলেছেন তিনি। গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতিতে ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে গাজায় আটককৃত বন্দিদের বিনিময় এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের ওপর আলোকপাত করা হয়েছে।

কিন্তু পরবর্তী পর্যায়ের মধ্যে গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা, আন্তর্জাতিক স্থিতিশীলতায় সম্ভাব্য বিশেষ বাহিনীর মোতায়েন এবং শান্তি প্রতিষ্ঠার বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে।

এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় ফিলিস্তিন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭৭ জন নিহত এবং ৯৮৭ জন আহত হয়েছেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নকলায় শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা
তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন: এ্যানি
কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
ইউএনও’র উদ্যোগে শেওলা ও পরগাছামুক্ত হল বধ্যভূমির স্মৃতিস্তম্ভ
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কটিয়াদীতে দ্রুতগামী নসিমন গাড়ি উল্টে নিহত ১ ও আহত ১
ততটুকু সংস্কার হবে যতটুকু আমলাতন্ত্র চায়: ইফতেখারুজ্জামান
কালীগঞ্জে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনায় চারজনকে জরিমানা
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ছড়িয়ে পড়ছে সংঘাত, এ পর্যন্ত নিহত ৭
যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলের ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান হামাসের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com