প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম (ভিজিট : ২০)
দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারানোর ঐতিহাসিক অর্জনের স্বীকৃতি অবশেষে বুঝে পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফুটবলারদের হাতে প্রতিশ্রুত ২ কোটি টাকা তুলে দেন।
গত ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে শেখ মোরসালিনের দুর্দান্ত এক গোলে ১-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। ২০০৩ সালের সাফ গেমসের পর ভারতের বিপক্ষে এটিই ছিল লাল-সবুজের প্রথম জয়।
দীর্ঘ ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে পাওয়া এই জয়ের পরপরই মাঠে উপস্থিত হয়ে ক্রীড়া উপদেষ্টা জাতীয় দলের জন্য ২ কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছিলেন।
প্রতিশ্রুতি বাস্তবায়ন ও প্রতিক্রিয়া আজ মন্ত্রণালয়ে সেই ঘোষণারই আনুষ্ঠানিক বাস্তবায়ন হলো। উপস্থিত কর্মকর্তাদের সামনে জাতীয় দলের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা।
পুরস্কার বুঝে পেয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘পুরস্কার পাওয়ায় ছেলেরা আরও উজ্জীবিত। ভারতের বিপক্ষে জয়ের আনন্দ আজ পূর্ণতা পেল।’