বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধনে সময়সীমা থাকছে না: ইসি সচিব
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২১)
পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভেদে যে নির্ধারিত সময়সীমা ছিল, সেটা আর থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, আমরা যে আউট অব কন্ট্রি ভোটিং (ওভিসি) শুরু করেছিলাম ১৮ নভেম্বরে....লঞ্চ করার পরে আমরা আটটা রিজিয়নে ভাগ করে পাঁচ দিন করে সময় দিয়ে নিবন্ধন প্রক্রিয়াটা চালু রেখেছিলাম। এটাকে এখন ওপেন করে দিচ্ছি। বিশ্বের যেকোনও সময়, যেকোনও প্রান্ত থেকে যে কেউ এখন নিবন্ধন করতে পারবেন। ওই আট দিনের পাঁচ দিনের যে ব্যারিয়ারটা ছিল এবং আমাদের যে আটটা রিজিয়ন ভাগ করা ছিল, এটা এখন আর প্রযোজ্য থাকবে না।

তিনি বলেন, আজ রাত্রে...২৬ তারিখ রাত ১২টার পর থেকে এটা ওপেন হয়ে যাবে সবার জন্য। যে যেখানে থাকবে তার সুবিধামতো করতে পারবে। তার মানে ২৮ তারিখ যাদের শেষ হচ্ছে... এখন আর কারো জন্য ব্যারিয়ার নাই। এখন যে লিমিটেশনটা করা ছিল পাঁচ দিন পাঁচ দিন করে, ওই লিমিটেশনটা আর থাকছে না।

ইসি সচিব বলেন, আমরা কিছু সামান্য ত্রুটি সম্পর্কে জেনেছি। যেমন ঠিকানার কাঠামোটা যেভাবে আমরা স্ট্রাকচার করে দিয়েছিলাম, সেটা কিছু কিছু জায়গায়—আপনারা ওটিপি পাচ্ছিলেন না ঠিকমতো, সেগুলো যখনই আমরা জানতে পারছি, তখনই অ্যাড্রেস করছি। এই নিবন্ধন প্রক্রিয়াটা ওপেন করে দেওয়ার কারণে হয়তো কিছু ত্রুটি বা হিকাপ হবে। যখন আসবে, তখন আমরা সেটাকে সেইভাবেই অ্যাড্রেস করবো। কী হিকাপ আসবে, কোনটায় কতটুকু আসবে— এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এটা অ্যাজ প্রসিড আমরা অভিজ্ঞতা থেকে সঞ্চয় করে অ্যাড্রেস করবো।

প্রবাসীদের নিবন্ধনের সময় ১৮ ডিসেম্বর পর্যন্তই থাকছে বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, নিবন্ধনের শেষ তারিখ, এখন পর্যন্ত আমাদের কাছে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

আগামী শনিবার হতে যাওয়া মক ভোটিং প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা একটা মক ভোটিং রিহার্সাল করবো। সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত। যেহেতু জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটো একসঙ্গে হচ্ছে, কাজেই আমরা আমাদের অভিজ্ঞতাটাকে আরেকটু যাচাই করে নিতে চাই, যাতে আমরা একটা ভালো করতে পারি। এরপর নির্ভর করবে, আমাদের কেন্দ্রের সংখ্যা বাড়বে কিনা ঠিক থাকবে। কতটুকু এডজাস্টমেন্ট থাকবে, কক্ষের সংখ্যা কতটুকু এডজাস্টমেন্ট লাগবে, আদৌ এডজাস্টমেন্ট লাগবে কিনা, লাগলে কতটুকু– ইত্যাদি ইত্যাদি। এর জন্য আমাদের একটা যাচাই করা দরকার ছিল; সে জন্য আমরা এটা আগামী শনিবার সকাল ৮টায় করবো।

গণভোট ও জাতীয় নির্বাচন একদিনেই হচ্ছে। অধ্যাদেশও জারি হয়েছে গতকাল। ইসির প্রস্তুতি নিয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, যখনই আমরা বুঝছি, একটা দায়িত্ব আসছে, তখন কি আপনার একটা মানসিক প্রস্তুতি থাকে না? আমদের অবশ্যই মানসিক প্রস্তুতি ছিল এবং এটাই তো থাকা উচিত। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

মানহানিকর বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি
১৯ ডিসেম্বর ৬ দলের বিপিএল শুরু সিলেটে
পরীক্ষা না নিয়ে নম্বর দেওয়া শিক্ষাব্যবস্থাকে পেছনে ফেলে দিয়েছিল: শিক্ষা উপদেষ্টা
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত
আদালতের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিভক্তির কারণেই সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে পড়েন: ফখরুল
কালীগঞ্জে পাটজাত মোড়ক না ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নকল স্টাম্পে জাল দলিল: বাউফলে যুবকের কারাদণ্ড, স্টুডিও–হোটেলে জরিমানা
শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত
নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে : অর্থ উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com