বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ৩৩ কর্মকর্তা
এসপি নিয়োগে তিনটি ক্যাটাগরি, বাদ পড়েনি মেধাবী: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৪)
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে পুলিশ সুপার (এসপি) নিয়োগে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। মেধাবী কেউ বাদ পড়েনি। লটারিতে মেধা নয়, জেলাভিত্তিক বণ্টন নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসপি নিয়োগে লটারি হলো কীভাবে-এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আমরা তিনটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি ও সি ক্যাটাগরি করা হয়েছে। এটা জেলার আয়তনের ভিত্তিতে নয়। 

তিনি আরও বলেন, প্রথমে জেলাগুলো নির্ধারণ করে তারপর এসপিদের বণ্টন করেছি। ৬৪ জেলায় ৬৪ জন এসপি ছিলেন। সেখান থেকে ১৮ জনকে আমরা তুলে এনেছি, তাদের স্থানে নতুন ১৮ জন নিয়োগ দেওয়া হয়েছে। আর যারা আগে ছিলেন তারা আগের স্থানেই আছেন। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কার ভাগ্যে কোন জেলা পড়েছে। 

মেধাবী এসপিরা লটারিতে বাদ পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মেধাবীদের আগেই বাছাই করা হয়েছে। মেধাবী কেউই বাদ পড়েনি। মেধাবীদের মধ্যে তো লটারি হয়নি। লটারি হয়েছে-কে কোন জেলায় যাবে, সেটা ঠিক করতে। 

এদিকে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন ৩৩ কর্মকর্তা। এর মধ্যে দুজনকে সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসনের স্বারক মূলে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি, গ্রেড ৩) পদে পদোন্নতি প্রদান করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
সর্বোচ্চ রেটিং পেল মাত্র দু’দিনেই শেষ হওয়া টেস্টের উইকেট
আমাকে নিয়ে এত আলোচনা হয় কেন: রুক্মিণী
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতে
মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে পাটজাত মোড়ক না ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নকল স্টাম্পে জাল দলিল: বাউফলে যুবকের কারাদণ্ড, স্টুডিও–হোটেলে জরিমানা
শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত
ভালুকায় মদবোঝাই একটি পিকআপ জব্দ
ভালুকায় প্রাণিসম্পদ অগ্রগতি সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com