প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম (ভিজিট : ১৫)
অস্থিরতা কাটিয়ে উঠছে শেয়ারবাজার। আগের দুই সপ্তাহের টানা পতনের পর চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে বেড়েছে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির দর। এতে মূল্যসূচকও বেড়েছে। লেনদেনও বাড়ছে।
গতকাল মঙ্গলবার ঢাকার শেয়ারবাজারে কেনাবেচা হওয়া ৩৩৫ কোম্পানির মধ্যে ২৯২টির দর বেড়েছে, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত ছিল ১০টি শেয়ারের দর। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৭২ পয়েন্ট বা দেড় শতাংশ বেড়ে ৪৮৪৬ পয়েন্ট ছাড়ায়। এ নিয়ে গত তিন দিনে সূচক বাড়ল ১৪৪ পয়েন্ট। অবশ্য আগের দুই সপ্তাহে সূচক হারিয়েছিল ৪১৯ পয়েন্ট।
পর্যালোচনায় দেখা যায়, গতকাল সব খাতের সিংহভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। তবে তুলনামূলক বেশি বেড়েছে কাগজ ও ছাপাখানা, বস্ত্র, তথ্যপ্রযুক্তি, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, সিমেন্ট এবং সিরামিক খাতের দর। সর্বাধিক প্রায় ৫ শতাংশ দর বেড়েছে কাগজ ও ছাপাখানা খাতের। তথ্যপ্রযুক্তি খাতে গড়ে ৩ শতাংশ দর বেড়েছে। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতে পৌনে ৩ শতাংশ এবং অন্য খাতের গড় শেয়ারদর বৃদ্ধির হার ছিল ২ শতাংশের বেশি।
গতকাল ডিএসইতে অন্তত ৬৯ কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছিল। এর মধ্যে ৩৬টি শেষ পর্যন্ত ওই দরে স্থির ছিল। ৫ শতাংশের বেশি দর বেড়েছে ৮৯টির। গতকাল ডিএসইতে ৪৭৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে সর্বাধিক প্রায় ৫৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে বস্ত্র খাতে। এ ছাড়া পৃথকভাবে সাড়ে ৪৮ থেকে প্রায় ৫৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে ওষুধ, রসায়ন, ব্যাংক ও বীমা খাতে।