বুধবার ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


অর্থনীতি
অস্থিরতা কাটিয়ে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম   (ভিজিট : ১৫)
অস্থিরতা কাটিয়ে উঠছে শেয়ারবাজার। আগের দুই সপ্তাহের টানা পতনের পর চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে বেড়েছে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির দর। এতে মূল্যসূচকও বেড়েছে। লেনদেনও বাড়ছে।
গতকাল মঙ্গলবার ঢাকার শেয়ারবাজারে কেনাবেচা হওয়া ৩৩৫ কোম্পানির মধ্যে ২৯২টির দর বেড়েছে, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত ছিল ১০টি শেয়ারের দর। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৭২ পয়েন্ট বা দেড় শতাংশ বেড়ে ৪৮৪৬ পয়েন্ট ছাড়ায়। এ নিয়ে গত তিন দিনে সূচক বাড়ল ১৪৪ পয়েন্ট। অবশ্য আগের দুই সপ্তাহে সূচক হারিয়েছিল ৪১৯ পয়েন্ট।

পর্যালোচনায় দেখা যায়, গতকাল সব খাতের সিংহভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। তবে তুলনামূলক বেশি বেড়েছে কাগজ ও ছাপাখানা, বস্ত্র, তথ্যপ্রযুক্তি, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, সিমেন্ট এবং সিরামিক খাতের দর। সর্বাধিক প্রায় ৫ শতাংশ দর বেড়েছে কাগজ ও ছাপাখানা খাতের। তথ্যপ্রযুক্তি খাতে গড়ে ৩ শতাংশ দর বেড়েছে। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতে পৌনে ৩ শতাংশ এবং অন্য খাতের গড় শেয়ারদর বৃদ্ধির হার ছিল ২ শতাংশের বেশি।

গতকাল ডিএসইতে অন্তত ৬৯ কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছিল। এর মধ্যে ৩৬টি শেষ পর্যন্ত ওই দরে স্থির ছিল। ৫ শতাংশের বেশি দর বেড়েছে ৮৯টির। গতকাল ডিএসইতে ৪৭৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে সর্বাধিক প্রায় ৫৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে বস্ত্র খাতে। এ ছাড়া পৃথকভাবে সাড়ে ৪৮ থেকে প্রায় ৫৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে ওষুধ, রসায়ন, ব্যাংক ও বীমা খাতে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ক্লাউডফ্লেয়ার কী, টেক জায়ান্টরা এর ওপর এতটা নির্ভরশীল কেন?
দিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত
বেলেমের কপ-৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের
প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে এনসিপির ইসিতে আপত্তি
সুষ্ঠু নির্বাচনে ইসিকে শক্ত থাকার আহ্বান মঈন খানের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত
শেরপুর চীফ জুডিশিয়াল আদালতের রেকর্ড কিপার নুরুজ্জামান ভারতীয় মদসহ গ্রেফতার
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শেখ হাসিনার মামলার রায়
সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ
৩১ দফা বাস্তবায়নে ত্রিশালে বিএনপি নেতা জয়নাল আবেদীনে মতবিনিময়
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com