সোমবার ১৭ নভেম্বর ২০২৫ ৩ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ত্রিশালের নূরুদ্দীন খান ওয়েল ফেয়ার ট্রাস্ট
পরিপূর্ণ তৃপ্তিতে এক বেলা পেট ভর্তি খাবার খেলো গ্রামবাসী
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ২২)
এমনও অনেক দরিদ্র পরিবার আছে, যে পরিবারের সদস্যদের ভাগ্যে জোটেনা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে এক বেলা ভালো কিছু খাওয়ার। তাদেরকে ঘিরে প্রতিবছর বেশ কয়েকটি গরু জবাই করে ৫/৬ হাজার লোকের খাবারের আয়োজন করে থাকে নূরুদ্দীন খান ওয়েল ফেয়ার ট্রাস্ট। শনিবার ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া গ্রামে আয়োজিত ওই ভুড়িভোজে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান ইনফিনিটি মেগামল ব্যান্ডের চেয়ারম্যান নাজমুল হক খানের পিতা নূরুদ্দিন খানের নামে প্রতিষ্ঠিত নূরুদ্দীন খান ওয়েল ফেয়ার ট্রাস্ট এর মাধ্যমে বিগত ৮/১০ বছর ধরে নানা সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। তারমধ্যে সপ্তাহে একদিন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দরিদ্র ও মধ্যবিত্তদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ খাবার বিতরন করা হয়। অনেক গরীব রোগিদের চিকিৎসার সমস্ত খরচ বহনসহ ইতিমধ্যে অনেক গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। ব্রিজ, কালভার্ট ও রাস্তা মেরামতসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে ওই ট্রাস্টের পক্ষ থেকে। এসব কর্মকান্ডের ধারাবাহিকতায় প্রতিবছর বেশ কয়েকটি গরু জবাই করে দরিদ্রসহ গ্রামের ৫/৬ হাজার লোকের খাবারের আয়োজন করে থাকে ট্রাস্ট এর পক্ষ থেকে। গত ৭ বছর ধরে চলে আসছে এই আয়োজন। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দক্ষিণ ভাটিপাড়া গ্রামের জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, বিশাল প্যান্ডেলের নিচে চলছে খাওয়ার ধুম। নারী-শিশু, বৃদ্ধ-আবাল, যুবক সবাই চেয়ারে বসে তৃপ্তি সহকারে খাচ্ছেন। ৫/৬ হাজার লোকের আয়োজন হলেও অতিরিক্ত লোকের চাপে মাঠের পূর্বপাশে বাবুর্চিদের ক্লান্তিময় রান্নার ব্যস্ততা। দুপুর বারোটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে খানাপিনা। 

ষাটোর্ধ্ব আকবর আলী বলেন, বাবা অভাবের সংসার, ভালা খাওন ত কপালে ঝুডে না। তয় এক বছর পরে পরে এই হানে আইয়্যা গরুর গুস্তু সহ ভালা খাওন পাই। যারা খাওয়াইছে আল্লাহ তাদের ভালা করুক। 
দরিদ্র ছোট্র শিশু আসমা বলে, মা’র লগে আইছি, খুব স্বাদের খাওন খাইলাম। খুশি খুশি লাগতাছে।

আয়োজনের তত্ত্বাবধায়ক আফজাল খান জানান, ৭ লাখ টাকা মূল্যের ৪টি গরু জবাই করা হয়েছে। ৮ হাজার জনকে খাওয়ানো হয়েছে। সব মিলে ১৫ লাখ টাকার মতো খরচ হয়েছে।

ট্রাস্টের চেয়ারম্যান নূরুদ্দীন খান জানান, অসহায়-দরিদ্র, পাড়া-প্রতিবেশি ও আত্মীয়-স্বজনসহ সবার জন্য বাংলা সনের আশ্বিন মাসে এ আয়োজন করে থাকি।  







আরও খবর


 সর্বশেষ সংবাদ

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বলল ভারত
সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ
শেরপুর চীফ জুডিশিয়াল আদালতের রেকর্ড কিপার নুরুজ্জামান ভারতীয় মদসহ গ্রেফতার
নকলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ যুবক আটক
দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গারো পাহাড়ে দৌড়ের উৎসব—আটশো রানারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘শেরপুর হাফ ম্যারাথন- ২০২৫’
গাংনীতে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের ধানের শীষের মিছিল পরিণত হয় মিছিলের নগরী
বাউফলে পথসভায় ড. মাসুদ: “জমিন যার, হুকুমও তার— আল্লাহর আইন ছাড়া সোনার দেশ সম্ভব নয়”
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com