প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম (ভিজিট : ১৮)
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু চলছে। সোমবার (১৭ নভেম্বর) সেখানে বুলডোজার নিয়ে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী রয়েছে।
ধানমন্ডি থানার অপারেশন অফিসার আব্দুল কাইয়ুম বলেন, ‘ঢাকা কলেজ শিক্ষার্থীরা ধানমন্ডির ৩২ নম্বরে দুইটি বুলডোজার নিয়ে এসেছে। রায় হওয়ার পর তারা বাড়ি ভেঙে ফেলবে বলে মাইকে ঘোষণা দিচ্ছে।’
তিনি বলেন, ‘তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মূল সড়কে আটকে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে।’
সোমবার (১৭ নভেম্বর) জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সেখানে অবস্থান নেয় জনতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করছেন।ধানমন্ডি-৩২ এ পুলিশের অ্যাকশন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু চলছে। সোমবার (১৭ নভেম্বর) সেখানে বুলডোজার নিয়ে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী রয়েছে।
ধানমন্ডি থানার অপারেশন অফিসার আব্দুল কাইয়ুম বলেন, ‘ঢাকা কলেজ শিক্ষার্থীরা ধানমন্ডির ৩২ নম্বরে দুইটি বুলডোজার নিয়ে এসেছে। রায় হওয়ার পর তারা বাড়ি ভেঙে ফেলবে বলে মাইকে ঘোষণা দিচ্ছে।’
তিনি বলেন, ‘তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মূল সড়কে আটকে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে।’
সোমবার (১৭ নভেম্বর) জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সেখানে অবস্থান নেয় জনতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করছেন।