কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। রাজধানী ঢাকায় সকালে যান চলাচল সীমিত থাকলেও দুপুরের পর ধীরে ধীরে বাড়তে শুরু করে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাভাবিক দিনের তুলনায় এখনও রাস্তায় যানবাহন তুলনামূলকভাবে কম। এর পাশাপাশি মেট্রোরেলে অন্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা খুবই কম দেখে গেছে।
গত কয়েকদিনের বাস পোড়ানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতংকিত হয়ে পড়েছে নগরবাসী। সবাই এখনও সতর্ক। অনেকেই জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না।
অফিস-আদালত খোলা থাকায় কর্মজীবীদের বের হতে হয়েছে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি ছিল খুবই কম। যেসব স্কুল-কলেজে ক্লাস চলেছে, সেখানে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। বেশ কিছু এলাকায় পুলিশ তল্লাশিও চালাচ্ছে।
সচিবালয়ে উপস্থিতি স্বাভাবিক, নিরাপত্তায় কড়াকড়ি
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে সচিবালয়ের ১ ও ২ নম্বর গেট ছাড়া আর সব গেট বন্ধ হয়। সচিবালয়ে যারা হেটে প্রবেশ করছেন তাদের পরিচয় নিশ্চিত হয়ে তারপর প্রবেশের অনুমতি দেওয়া হয়। এদিন কোনও দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার এমনিতেই দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকে।
বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সেখানে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিলেন।
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। তবে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেননি, বিকল্প উপায় তারা অফিসে এসেছেন বলে জানা গেছে। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির চাপ কম ছিল।
দূরপাল্লার বাস
সকালে যানবাহন চলাচল সীমিত ছিল, ধীরে ধীরে কিছুটা বাড়লেও দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ ছিল। সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনাল থেকে সীমিত পরিসরে বাস ছাড়লেও অগ্নিসংযোগের আশঙ্কায় অনেক পরিবহন মালিক বাস রাস্তায় নামাননি। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, কিছু বড় কোম্পানির অল্পসংখ্যক বাস চললেও অধিকাংশ মালিক আতঙ্কে বাস বন্ধ রেখেছেন এবং অগ্রিম টিকিট কাটা যাত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। দুপুরে পরে কিছু বাস ছেড়ে গেছে বলে জানা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় আজকে বেশ কম। বেশিরভাগ বিভাগে ক্লাস হয়নি। যেসব ক্লাস হয়েছে সেখানে শিক্ষার্থীর উপস্থিতি ছিল স্বাভাবিকের তুলনায় কম। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, সমাজকল্যাণ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মৎস্যবিজ্ঞান এবং এমআইএস বিভাগে ক্লাস স্থগিত করা হয়েছে। নৃতত্ত্ব বিভাগে অনলাইন ক্লাস নেওয়া হয়েছে।
এদিকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে শুধু সকালে রাজু ভাস্কর্যের সামনে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করেছে।
ধানমন্ডি ৩২ নং
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সন্দেহভাজন এক কিশোর ও দুপুরে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, আটক কিশোরের পরনে ছিল প্যান্ট, কোট ও টাই, হাতে একটি ব্যাগ, যা থেকে কিছু কাগজপত্র ও আলামত জব্দ করা হয়েছে।
ডিএমপির ধানমন্ডি জোনের এএসসি শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, কিশোরের আচরণ সন্দেহজনক ছিল এবং জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তার সঙ্গে একটি নিষিদ্ধ সংগঠনের যোগ থাকতে পারে। আটক যুবকের বয়স ২২ বছর; তার পরিচয় ও উদ্দেশ যাচাইয়ে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।