প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম (ভিজিট : ৩৪)
জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে যমুনা ও এর আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৫ নভেম্বর) এক আদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই আদেশ বলা হয়, সচিবালয়, কাকরাইল মসজিদ, মিন্টু রোড, ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, মৎস্য ভবন, অফিসার্স ক্লাব এর আশপাশের এলাকায় কোনও সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশে সই করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।