রবিবার ২ নভেম্বর ২০২৫ ১৮ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
পরিচালকদের বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত থাকা নিয়ে কঠোর বিসিবি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১২:০১ পিএম   (ভিজিট : ৬৩৪)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই বিভিন্ন সময় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের বিষয়টি আলোচনায় ছিল। বিশেষ করে ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে থাকলেও তাদের কেউ কেউ টুর্নামেন্টের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ভালোভাবেই যুক্ত ছিলেন। তবে এবার এরকম কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিসিবি।

আসন্ন দ্বাদশ বিপিএলে বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনতে আকাশবাড়ি হলিডে, রাজশাহীর জন্য নাবিল গ্রুপ ও নোয়াখালির জন্য বাংলা মার্ক আবেদনপত্র জমা দিয়েছে। তিনটি প্রতিষ্ঠানের সঙ্গেই আছেন বিসিবির তিন পরিচালক। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের দল পরিচালনায় এমন কেউ যুক্ত থাকলে, তাদের বিপিএলের গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে এই সংক্রান্ত সভায়–ও ডাকা হবে না তাদের।

এ প্রসঙ্গে বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেছেন, ‘এবার আমাদের পরিচালকদের প্রত্যেকের কাছ থেকে ইনডেমনিটি নেওয়া হবে। আর সত্যি বলতে গেলে, প্রত্যেককে একটি সেলফ-ডিক্লারেশন দিতে হবে। কে কোন দলের সঙ্গে যুক্ত আছেন, সরাসরি বা পরোক্ষভাবে। যদি দেখা যায় আমাদের গভর্নিং কাউন্সিলের কেউ কোনোভাবে কোনো দলের সঙ্গে যুক্ত, তাহলে তাকে গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করতে হবে।’

সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আশাবাদী– এবারের বিপিএলে কোনো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকবে না। তিনি বলেন, ‘আপনি যদি আইপিএলেও দেখেন, আপনি জানতেন যে আইপিএলের একটা দল ওদের সভাপতির মালিকানায় ছিল। প্রাথমিকভাবে সেলফ ডিক্লারেশন মানে, আমি আপনাদের জানিয়ে দিলাম যে আমি এই দলের সঙ্গে (আছি)। গভর্নিং বডির আমরা কেউ কোনো দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না। পাশাপাশি ওই সংশ্লিষ্ট সভায় আমন্ত্রণ করা হবে না।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে তিন বাহিনীর প্রধানকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম’-এর আত্মপ্রকাশ
ইসলাম ছাড়া পৃথিবীর কোনো আইনে ন্যায়বিচার হতে পারে না: ড. মাসুদ
ধানের শীষের প্রচারণায় গাজীপুর -১ আসনে বিএনপির নৌকায় শোভাযাত্রা
কক্সবাজারে ৩য় ম্যারাথন অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ডেন্টেক সাংহাই ২০২৫-এ বিএফডিএস কে বিশেষ সম্মাননা
বোলারদের প্রশংসায় উভয় দলের ক্রিকেটাররা
জুলাই সনদ নিয়ে বিরোধ হতাশাজনক, সিদ্ধান্ত দ্রুত হবে: আসিফ নজরুল
“যারা গণভোট চায় না, তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়”: ড. মাসুদ
কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com