প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৮:০০ পিএম (ভিজিট : ৫৭)

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে টেপ বল বিপিএল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নাসিফা আরেফিন। উদ্বোধক ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর, ফরটিস গ্রুপ, শাহদাত হোসেন, সুলতান উদ্দিন প্রধান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব প্রধান উপদেষ্টা সাইজুদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন, কালিয়াকৈর সরকারি কলেজের বিভাগীয় প্রধান এসএম খালিদ, কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদ আলী মুন্সী, ফরহাদ হোসেন, এবং পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব ও মাঠের সার্বিক পৃষ্ঠপোষক, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।
দুপুরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গাজীপুর লায়ন্স এবং খুলনা টাইগার্স দল। এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে, যারা পর্যায়ক্রমে লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।অনুষ্ঠান ও খেলা সফলভাবে পরিচালনায় যুক্ত রয়েছেন পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ক্লাবের সদস্য, ভলেন্টিয়ার ও স্বে”ছাসেবীরা। নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব ও মাঠের সার্বিক পৃষ্ঠপোষক এবং সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানান, “খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সু¯’ প্রজন্ম গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”উৎসবমুখর এই আয়োজনকে ঘিরে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকা আজ পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলায়।