বুধবার ২৯ অক্টোবর ২০২৫ ১৩ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
কালীগঞ্জে এইচএসসি ফলাফলে ধস
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩৩)

গাজীপুরের কালীগঞ্জে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্যাপক ধস নেমেছে। উপজেলার সাতটি কলেজের মধ্যে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজসহ বেশিরভাগ কলেজেই পাশের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে।

সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে এ বছর ৬৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ২২১ জন, পাশের হার ৩৪.০৫%। গত বছর এই হার ছিল ৫৬.০৭%। অন্যান্য কলেজেও একই চিত্র—জামালপুর কলেজে পাশের হার ২৯.৫৭%, আজমতপুর কলেজে ৩৮.১০%, কালীগঞ্জ মহিলা কলেজে ৬২.৬৯%, সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজে ৫৯.৬৮%, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ৮১.২০%, আর নতুন প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালি কলেজে মাত্র ২৪%।

সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ আতাউর রহমান বলেন, “ছাত্রছাত্রীদের পড়ালেখার প্রতি অনীহা এবং টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ফাইনালে অংশ নেওয়ার সুযোগ দেওয়াই ফলাফল খারাপের অন্যতম কারণ।”

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমদুল হাসান বলেন, “গত বছরের ছাত্র আন্দোলনের পর থেকে শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী। উপর থেকে নম্বর বাড়িয়ে পাস করানোর নির্দেশ না থাকায় এবার প্রকৃত মূল্যায়নে ফলাফল নির্ধারিত হয়েছে।”

তিনি আরও জানান, ইংরেজি ও আইসিটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। কলেজে ইংরেজি শিক্ষক দুইজন ও আইসিটি শিক্ষক একজন হওয়ায় মানসম্মত ক্লাস গ্রহণে সমস্যা হচ্ছে।

কালীগঞ্জের অন্যান্য কলেজের অধ্যক্ষদের মতে, ফলাফল খারাপের পেছনে রয়েছে শিক্ষক সংকট, অনিয়মিত ক্লাস, অভ্যন্তরীণ কোন্দল ও দুর্বল তদারকি ব্যবস্থা। অনেক কলেজে টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদেরও মূল পরীক্ষায় অংশ নিতে দেওয়ায় ফলাফলে বিপর্যয় নেমেছে।

অভিভাবক ও স্থানীয়দের মতে, কিছু শিক্ষক প্রাইভেট ও কোচিং নির্ভরতা বাড়িয়ে তুলছেন, ফলে সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।

সার্বিকভাবে শিক্ষকদের মধ্যে সমন্বয়হীনতা, ক্লাসে অনিয়ম এবং শিক্ষার্থীদের পড়ালেখায় অনাগ্রহকেই কালীগঞ্জের কলেজগুলোর ফলাফল ধসের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

গজনী অবকাশ কেন্দ্র গারো পাহাড়ের কোলে প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ
নকলায় এনজিও সমন্বয় কমিটির বৈঠক
ত্রিশালে সাব্বিরের নেতৃত্বে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি উপলক্ষে কুমিল্লা মহানগরী জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কালিয়াকৈরে টেপ বল বিপিএল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

৪০ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে
নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব বৃদ্ধিতে কুমিল্লায় পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
এবার হরর সিনেমায় সাইয়ারা অভিনেত্রী
মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
আপাতত আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চালু হবে মেট্রোরেল: ডিএমটিসিএল এমডি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com