প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:৩৪ পিএম (ভিজিট : ৭৮)

সর্বশেষ জুনে শ্রীলঙ্কা সিরিজের পর টেস্টের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই আভিজাত সংস্করণটির নেতৃত্বের পদ খালি। বাঁহাতি ব্যাটারের স্থলাভিষিক্ত কে হবেন সেটা নিয়ে অনেকদিন ধরে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থাকায় সেই আলোচনা আরো বেশি জোরালো হয়েছে।
গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে দীর্ঘ সংস্করণটির নেতৃত্ব পেতে পারেন লিটন দাস। তবে এ বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন টি-টোয়েন্টির অধিনায়ক। আজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানান উইকেটরক্ষক ব্যাটার। অধিনায়কত্বের দায়িত্ব পেতে যে আগ্রহী তা লিটনের কণ্ঠে ফুটে উঠেছে।
আগামী ২৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে তিনি বলেছেন, ‘খুব কঠিন আসলে (কিছু বলা)। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু জানি না আমি। তারা যদি মনে করে (আমি) যোগ্য, অবশ্যই তারা আমার সঙ্গে আলাপ করবেন। দেখা যাক, কী সিদ্ধান্তটা কী।’
টেস্টের দায়িত্ব পেলে সেটা অনেক বড় পাওয়া হবে বলে জানিয়েছেন লিটন। উইকেটরক্ষক-ব্যাটার বলেছন, ‘অবশ্যই, একজন ক্রিকেটার হিসেবে যখন আপনি খেলবেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করাটা অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে। তবে তাদের (বিসিবি) পক্ষ থেকে এখনো কোনো বার্তা আসেনি।’