মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ ১২ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
বিএনপি-এনসিপি জোট হবে কি না, বলার সময় আসেনি: সালাহউদ্দিন আহমদ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:০৩ পিএম   (ভিজিট : ৮৭)

সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ চার সদস্যের প্রতিনিধিদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল ৪টা ৪০ মিনিটে।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও প্রত্যেক দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত—এমন বিধানে আরপিওর আগের আইন বহাল রাখার অনুরোধ জানাতে আইন উপদেষ্টার কাছে এসেছি।

আইন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব।’
তিনি আরো বলেন, ‘ঐকমত্য কমিশন আজকে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। তবে এই প্রতিবেদনে কিছু অনৈক্য তৈরি হয়েছে, যার সঙ্গে একমত নয় বিএনপি।’

জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশও করেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো দল বলেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে—সরকারের এই প্রস্তুতিতে আমরা আশ্বস্ত।’

ঐকমত্য কমিশনের একটি সুপারিশ প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, ‘৯০ দিন বা ২৭০ দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে সেটা স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিবর্তন হবে—এমন সুপারিশ হাস্যকর।’

সালাহউদ্দিন আহমদ আরো জানান, বিএনপির সঙ্গে এনসিপি জোটভুক্ত হয়ে নির্বাচন করবে কি না, তা বলার সময় এখনো আসেনি। তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আলোচনা না করেই ঐকমত্য কমিশন অনেক সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, যেগুলোর সঙ্গে একমত নয় বিএনপি। দু-এক দিনের মধ্যে বিএনপি এ নিয়ে তাদের মতামত জানাবে।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

গজনী অবকাশ কেন্দ্র গারো পাহাড়ের কোলে প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ
নকলায় এনজিও সমন্বয় কমিটির বৈঠক
ত্রিশালে সাব্বিরের নেতৃত্বে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি উপলক্ষে কুমিল্লা মহানগরী জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কালিয়াকৈরে টেপ বল বিপিএল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব বৃদ্ধিতে কুমিল্লায় পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
এবার হরর সিনেমায় সাইয়ারা অভিনেত্রী
আপাতত আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চালু হবে মেট্রোরেল: ডিএমটিসিএল এমডি
মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
টেস্ট দলের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন লিটন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com