সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
‘বুরেভেস্টনিক’ পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:০৪ পিএম   (ভিজিট : ১০১)

পারমাণবিক শক্তিচালিত 'বুরেভেস্টনিক' ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মস্কো বলছে, এই পারমাণবিক অস্ত্র যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে পারে। রোববার (২৬ অক্টোবর) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ এই অস্ত্র মোতায়েনের দিকে এগিয়ে যাচ্ছে।

রয়টার্স বলছে, গত সপ্তাহে একটি পারমাণবিক মহড়ার পাশাপাশি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি একটি বার্তা দেয়। পুতিনের ভাষায় বার্তাটি হলো, রাশিয়া কখনই ইউক্রেন যুদ্ধের বিষয়ে পশ্চিমাদের চাপের কাছে নতি স্বীকার করবে না। যেখানে ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কড়র বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানিয়েছেন, ২১ অক্টোবর পরীক্ষা করার সময় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করে। এটি প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে উড়েছে।

রোববার ইউক্রেনের যুদ্ধ তত্ত্বাবধানকারী জেনারেলদের সঙ্গে এক বৈঠকে সামরিক পোশাক পরে পুতিন কর্মকর্তাদের কথা শোনেন এবং নিজেও বক্তব্য দেন।

রাশিয়া বলেছে, ক্ষেপণাস্ত্রটি বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছে 'অজেয়'। এর প্রায় সীমাহীন পাল্লা এবং অপ্রত্যাশিত উড্ডয়নের ক্ষমতা রয়েছে।

এ সময় পুতিন বলেন, রাশিয়ান বিশেষজ্ঞরা তাকে একবার বলেছিলেন- এই অস্ত্রটি কখনো বাস্তবে তৈরি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এখন এর গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ওয়াশিংটনের প্রতি পুতিনের সংকেত
ইউক্রেনকে দ্রুত 'দমন করতে ব্যর্থ হওয়ার জন্য' রাশিয়াকে 'কাগজের বাঘ' হিসেবে আখ্যা দেওয়া ট্রাম্পের কাছে মস্কোর বার্তা হলো, রাশিয়া এখনো বিশ্বব্যাপী সামরিক প্রতিযোগী। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে মস্কোর প্রস্তাবগুলো কার্যকর করা উচিত।

রাশিয়ার দূরপাল্লার জ্বালানি অবকাঠামো সম্পর্কে পশ্চিমারা ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করার পর পুতিনের বার্তা হলো, মস্কো চাইলে পাল্টা আক্রমণ করতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে পশ্চিমা মিত্রদের সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

পুতিন গত বৃহস্পতিবার বলেছিলেন, যদি রাশিয়ার ওপর আক্রমণ করা হয়, তবে প্রতিক্রিয়া হবে অত্যন্ত গুরুতর।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ জন
দাঁড়িপাল্লার গণআন্দোলন শহীদ কামরুজ্জামানের রক্তের প্রতিশোধের গণআন্দোলন: জামায়াত নেতা রাশেদুল
কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ ৪ মহিলা গ্রেফতার
বাউফলে পূর্ব বিরোধের জেরে তিন পুকুরে বিষ, পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ত্রিশালে মতবিনিময়
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গফরগাঁওয়ে এক্সএমজি'র কর্মশালা
সমুদ্রপথে রাশিয়ার তেল কেনা বন্ধ করলো চীন
থাইল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের
বাংলাদেশ মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী: মালদ্বীপের মন্ত্রী
পাচারের উদ্দেশ্যে বন্দি ৪৪ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com