প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:৩২ পিএম (ভিজিট : ২৪)

বাংলাদেশের দুই সংগীত তারকা আসিফ আকবর ও বেজ বাবা সাইদুস সালেহীন খালেদ সুমন সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে এক মঞ্চে পারফর্ম করেছেন। ২৫ অক্টোবর অনুষ্ঠিত এই কনসার্টে উপস্থিত প্রবাসী দর্শকেরা মাতোয়ারা হয়ে ওঠেন দুই প্রজন্মের দুই তারকার পারফর্মেন্সে।
গায়ক আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বোস্টন কনসার্টের অভিজ্ঞতা। তিনি লিখেছেন,‘২৫ অক্টোবর শো ছিল আমেরিকার বোস্টন শহরে। বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লেজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিন রুম শেয়ার করেছি তরুণদের সাথেও। আমি সংগীতের মানুষ নই, তবুও নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এই কারণেই আমার দায়বদ্ধতাও বেশি।”
এই কনসার্টে আসিফের সঙ্গে একই স্টেজে ছিলেন দেশের অন্যতম সাড়া জাগানো ব্যান্ড ‘অর্থহীন’। এ প্রসঙ্গে আসিফ লিখেছেন,‘বোস্টনে এসে একই স্টেজ শেয়ার করেছি স্বনামখ্যাত ব্যান্ড অর্থহীনের সঙ্গে। লিভিং লিজেন্ড সুমন ভাইয়ের সঙ্গে আগেও একই স্টেজে পারফর্ম করেছি। তিনি সবসময়ই আমার ব্যাপারে উচ্ছ্বসিত, আজকেও তার ব্যত্যয় ঘটেনি, সুমন ভাই ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার পারফর্মেন্স দেখেছেন। তাঁর জীবনের উপর দিয়ে স্টিম রোলার চললেও তিনি এখনো আস্থায় অবিচল। সুমন ভাইয়ের মতো মানুষের জন্যই সংগীত জগৎটা এখনো ভালো লাগে। কিছু লেসপেন্সার অবশ্য তাদের হিপোক্রেসি নিয়ে এখনো জীবন্মৃত অবস্থায় টিকে আছে, থাকুক। সুমন ভাই, আপনার জন্য অনেক দোয়া আর শুভকামনা। আপনি আমাদের জীবন্ত কিংবদন্তি।”
বাংলাদেশি সংগীতের দুই তারকার এই পারফর্মেন্সে প্রবাসী বাঙালিরা আবেগে আপ্লুত হয়েছেন। কনসার্টের শেষে দর্শকদের প্রশংসা এবং উচ্ছ্বাসে ভরে ওঠে বোস্টনের অডিটোরিয়াম। দেশ ছাড়িয়ে সংগীতের মঞ্চে এভাবে একত্র হওয়া বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে ছিল এক অনন্য আনন্দের মুহূর্ত। এমনটিই জানিয়েছেন আসিফ।