সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
সালমান শাহর মৃত্যুর পর তার কণ্ঠ দিয়েছেন ডন
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৪৮)

সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন অভিনেতা ডন। তাই সালমান শাহের মৃত্যুর পর তার বেশ কিছু চলচ্চিত্রে কণ্ঠ (ডাবিং) দিয়েছিলেন অভিনেতা আশরাফুল হক ডন। এই ছবিগুলোর তালিকায় রয়েছে ‘আনন্দ অশ্রু’, ‘সত্যের মৃত্যু নেই।’

সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খোলেন ডন।

সালমানের ভয়েস দেওয়ার কারণ প্রসঙ্গে ডন বলেন, ‘বন্ধুত্ব হলো এমন একটা জিনিস, মিশতে মিশতে আত্মার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়। এভাবে চলতে চলতে বন্ধুত্বের অনেক কিছু একজনের থেকে আরেকজনের মধ্যে চলে আসে। তেমনই সালমানেরও অনেক কিছুই আমার মধ্যে চলে আসে। আমি সালমানের ভয়সে নকল করে কথা বলতে পারতাম।

ডাবিং করা বিষয়ে ডন বলেন, ‘‘শিবলী ভাই ‘আনন্দ অশ্রু’ ছবিতে ডাবিংয়ের জন্য অনেককেই এনেছিলেন, কারোটাই মনমতো হচ্ছিল না, হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিল না হলে চিকন গলা হয়ে যাচ্ছিল। কিংবা মিলতেছিল না। তিন-চার দিন এমন করার পর রিজেক্ট করে দিলেন। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিবলী ভাইকে বললেন, ভাই আপনি ডন ভাইকে ট্রাই করতে পারেন।
 
নির্মাতার অনুরোধেই পরে ডাবিং করেন জানিয়ে ডন বলেন, “পরে আমি শিবলী ভাইয়ের অনুরোধে ডাবিং করি। যদিও আমি করতে চাইনি। পরে চিন্তা করলাম, করি, এটা করে দিই। ‘আনন্দ অশ্রু’ ছবিতে পুরোটাই করলাম।

আমি শিবলী ভাইকে বললাম, আপনি এটা প্রচার করেন না যে ভয়েস আমি দিয়েছি। এই প্রথম মানুষ জানল।”







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ জন
দাঁড়িপাল্লার গণআন্দোলন শহীদ কামরুজ্জামানের রক্তের প্রতিশোধের গণআন্দোলন: জামায়াত নেতা রাশেদুল
কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ ৪ মহিলা গ্রেফতার
বাউফলে পূর্ব বিরোধের জেরে তিন পুকুরে বিষ, পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ত্রিশালে মতবিনিময়
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গফরগাঁওয়ে এক্সএমজি'র কর্মশালা
সমুদ্রপথে রাশিয়ার তেল কেনা বন্ধ করলো চীন
থাইল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের
বাংলাদেশ মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী: মালদ্বীপের মন্ত্রী
পাচারের উদ্দেশ্যে বন্দি ৪৪ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com