প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:৪৭ এএম (ভিজিট : ৭৪)

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রতি বছরই বেশ ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করে থাকেন। তবে এবার দেশের বাইরে মালেশিয়াতে নিজের জন্মদিন পালন করলেন তিনি। অভিনেত্রীর জন্মদিনের এই খবর প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন পরীমণি। সেই ছবিগুলোতে দেখা যায়, কেক হাতে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন এই নায়িকা।
ছবির ক্যাপশনে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।’
পাশাপাশি নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
এদিকে এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘হ্যাপি বার্থডে ডিয়ার পরী মনি।’ আরেকজন লিখেছেন, ‘দোয়া করি আপনার আগামী দিনগুলো ভালো হোক আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।’