
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে যুব উৎসব ২০২৫ উপলক্ষে রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, কর্মশালার হলরুমে অনুষ্ঠিত ডনগরীর সেকান্দার আলী কলেজ, কর্মশালার অনুষ্ঠান সমন্বয়কারী মাওলানা মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন সেকান্দার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কামাল ও সেকান্দার আলী কলেজের শিক্ষক প্রতিনিধি শফিউল আলম চান।
রবডেমি, ঢাকার প্রযুক্তিগত সহায়তায় দিনব্যাপী এই কর্মশালাটি বাস্তবায়িত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রবডেমি একাডেমির প্রতিনিধি ফজলে এলাহী তন্ময়, নোমান, রঞ্জিতসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
নগরীর দুই শতাধিক শিক্ষার্থী ডারোবোটিক্স কর্মশালায় সেকান্দার আলী কলেজ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, কালেক্টরেট স্কুল এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
এ সময় শিক্ষার্থীরা রোবটের পরিচয়সহ বিভিন্ন বিষয়ে জানতে পারবে। যেমন রোবট শব্দের অর্থ ও উৎপত্তি, রোবটিক্স- রোবট তৈরির বিজ্ঞান ও প্রযুক্তি, রোবট কীভাবে কাজ করে, দৈনন্দিন জীবনে রোবটের ব্যবহার, রোবটের প্রধান অংশ যেমন সেন্সর- তথ্য সংগ্রহ, মোটর- চলাচল নিয়ন্ত্রণ, মাইক্রোকন্ট্রোলার- মস্তিষ্ক, শক্তি হিসেবে কাজ করেসরবরাহ - শক্তি প্রদান, সফ্টওয়্যার - নির্দেশাবলী প্রদান, ইত্যাদিএছাড়াও, রোবট, হিউম্যানয়েড রোবট, ইন্ডাস্ট্রিয়াল রোবট, সার্ভিস রোবট, শিক্ষামূলক রোবট, রোবোটিক্সে ব্যবহৃত জনপ্রিয় কন্ট্রোলার, স্লাইড 7: কোডিং এবং রোবট নিয়ন্ত্রণ, প্রোগ্রামিং ভাষার পরিচিতি, ব্লক কোডিং বনামটেক্সট কোডিং, সেন্সর ইনপুট-কোড প্রসেস-মোটর আউটপুট ইত্যাদি।