বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ ৭ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
আইসল্যান্ডে ইতিহাসে প্রথমবারের মতো মশার সন্ধান
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৪০)

আইসল্যান্ডে ইতিহাসে প্রথমবারের মতো মশার সন্ধান পাওয়া গেছে। দেশটিতে রেকর্ড ভাঙা তাপমাত্রা বিরাজের পরই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

স্থানীয় কীটপ্রেমী বিয়র্ন হ্যালটাসন কয়েক রাত ধরে মথ বা পতঙ্গ পর্যবেক্ষণের সময় ওয়াইন মাখানো দড়ি ব্যবহার করেন। সেই সময়ই তিনি দুটি স্ত্রী ও একটি পুরুষ মশার সন্ধান পন। পরে সেগুলো শনাক্ত করে দেশটির প্রাকৃতিক ইতিহাস ইনস্টিটিউট নিশ্চিত করে যে, এটি এমন এক প্রজাতির মশা, যেটি শীতকালেও টিকে থাকতে সক্ষম।

হ্যালটাসন জানান, রেইকিয়াভিকের দক্ষিণ-পশ্চিমের গ্লেসিয়াল উপত্যকা কিয়োস এলাকায় তিনি মশাগুলো খুঁজে পান। স্থানীয় বন্যপ্রাণী বিষয়ক একটি ফেসবুক গ্রুপে তিনি ছবিসহ তার সন্ধান পাওয়ার কথা জানান। সেখানে তিনি লিখেছেন, লাল ওয়াইনের ফিতায় অদ্ভুত এক মাছি বসেছিল। আমি সঙ্গে সঙ্গেই বুঝে ফেলি, এটি আগে কখনও দেখিনি। মনে হচ্ছে শেষ দুর্গেরও পতন ঘটলো।

আইসল্যান্ড আগে বিশ্বের দুটি মশামুক্ত অঞ্চলের একটি ছিল। অপরটি ছিল অ্যান্টার্কটিকা। বিশ্ব জনসংখ্যা পর্যালোচনা সংস্থার তথ্য মতে, দেশটির তীব্র শীত ও জমাট পানির অভাবের কারণে এতদিন মশার প্রজনন সম্ভব হয়নি।

আইসল্যান্ডিক ইনস্টিটিউট অব ন্যাচারাল হিস্টরির কীটতত্ত্ববিদ মাথিয়াস আলফ্রেদসন বলেন, ইউরোপ ও উত্তর আফ্রিকার অনেক এলাকায় এই প্রজাতি সাধারণ হলেও আইসল্যান্ডে এটি আগে কখনও পাওয়া যায়নি। তবে কীভাবে এগুলো এখানে এলো, তা এখনও স্পষ্ট নয়।

তিনি জানান, আগামী বসন্তে আরও পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে, প্রজাতিটি সত্যিই দেশে স্থায়ী হয়েছে কিনা।

এই বছর আইসল্যান্ডে মে মাসে একটানা ১০ দিন ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ছিল, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। এমনকি পূর্বাঞ্চলের এগলিসস্টাদির বিমানবন্দরে সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়, যা মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

গ্লোবাল হিট হেলথ ইনফরমেশন নেটওয়ার্কের এক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের উষ্ণতার ধারা আইসল্যান্ডের মতো ঠান্ডা জলবায়ুর জন্য অভিযোজিত নাজুক প্রতিবেশব্যবস্থায় ‘গুরুত্বপূর্ণ প্রভাব’ ফেলতে পারে।

গত বছর ছিল বৈশ্বিকভাবে সবচেয়ে উষ্ণ বছর এবং জাতিসংঘের জলবায়ু সংস্থা জানিয়েছে, মানুষের কর্মকাণ্ডের প্রভাবেই বায়ুমণ্ডল, মহাসাগর ও ভূমি নজিরবিহীনভাবে উষ্ণ হয়েছে।

এদিকে হ্যালটাসন ধারণা করছেন, তার সন্ধান পাওয়া মশাগুলো হয়তো কাছাকাছি বন্দর শহর গ্রুন্দারতাঙ্গি থেকে এসেছে। তিনি বলেন, সেখানে নিয়মিত জাহাজ আসে, কনটেইনারে বিভিন্ন জিনিস আসে। হতে পারে, কোনও চালানের সঙ্গেই এগুলো এসেছে। যদি আমার বাগানে তিনটি আসে, তবে আশপাশে আরও অনেক থাকতে পারে।

সূত্র: বিবিসি







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর, সাধারণ সম্পাদক শামীম
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

অর্ডার বাতিল হলে আর কারখানা চালাতে পারবো না: জেমটেক্স এমডি
২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল
রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতকে হুমকি ট্রাম্পের
পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ‘জুলাই সনদ’
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকা ক্ষতির ধারণা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com