প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:২৮ পিএম (ভিজিট : ১৭১)

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব-AAB) এর নবনির্বাচিত ছয় সদস্যের কমিটি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া পাঠ করেন।
উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এ্যাবের নবনির্বাচিত আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার ও সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব সহ সকল পর্যায়ের কৃষিবিদবৃন্দদের ঐক্যবদ্ধ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এ্যাবের সাবেক আহবায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, নবনির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ শাহাদাত হোসেন চঞ্চল, কৃষিবিদ প্রফেসর আবুল বাশার, কৃষিবিদ শফিকুল ইসলাম শফিক ও প্রফেসর জামশেদ আলম (সদস্য ও দপ্তর) সহ সর্বস্তরের কৃষিবিদ নেতৃবৃন্দ।