প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:৫০ পিএম (ভিজিট : ১৭৬)

রাজধানীর গুলশান-২ এলাকার বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কের উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গুলশান সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরশন (ডিএনসিসি) কর্তৃক পার্কটির ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান সোসাইটিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এদিন কমিটির কনভেনর আরাফাত আশওয়াদ ইসলামের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, কার্যনির্বাহী কমিটির সদস্য খাদেম মো. রাইয়ান সাদিদ এবং উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির কো-কনভেনর জয়া কবিরসহ অন্যান্য সদস্যরা।
সভায় পার্কের বর্তমান অবস্থা, উন্নয়নমূলক কর্মপরিকল্পনা, পরিচালন নীতি ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। কমিটির সদস্যরা গুলশানবাসীর জন্য পার্কটিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।