রবিবার ৫ অক্টোবর ২০২৫ ২০ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
বিএনপির ৩১ দফা তৃণমূলে ছড়িয়ে দিতে টঙ্গীতে প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১১৭)

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

১ অক্টোবর, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেলের সভাপতিত্বে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি সাদাত হোসেন টিপুর সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফি উদ্দিন শফি, উত্তরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ ইসলাম,  দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান, নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রের উপ-পরিচালক আবু সুফিয়ান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদা মনি, চট্টগ্রামের বেগম গুল বেমন আরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. অহিদুল ইসলাম, গাছা থানা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আব্দুল মোমেন, অনলাইন এক্টিভিস্ট মারজুক ওয়াসিম ইফতেখার এবং ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক আহমেদ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের চলমান সংকট উত্তরণ ও একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রূপরেখা সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে এই রূপরেখা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বিএনপির ৩১ দফা একটি যুগোপযোগী কর্মসূচি। জনগণের প্রত্যাশার প্রতিফলন এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের প্রতিটি কর্মীকে প্রশিক্ষিত করা অপরিহার্য।

প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় মুক্তির সনদ। আমাদের প্রত্যেককে দায়িত্বশীলভাবে জনগণের কাছে এ বার্তা পৌঁছে দিতে হবে। সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে কোনো আন্দোলন সফল হয় না, তাই মাঠপর্যায়ের নেতাকর্মীদের সচেতন ও প্রশিক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য।”

এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুসার খান, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাত রশিদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে সন্ধ্যায় টঙ্গী চেরাগ আলী মার্কেট ও দত্তপাড়া এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট নেতৃবৃন্দদের নিয়ে বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।‌







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নকলায় ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মচারীদের কর্মবিরতি
জাতীয়তাবাদী ওলামা দল নগরকান্দা উপজেলা শাখা'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে একুশে পাঠচক্রের শততম আসর অনুষ্ঠিত
"বাগেরহাটে সাংবাদিক হায়াতের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন"
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী
পূজার সময় পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা : জয়া আহসান
শাপলা প্রতীক না পেলে ভোট বর্জন করবে এনসিপি: সারজিস
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com