প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:৫৮ পিএম (ভিজিট : ১৪)

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আমিরন বেগমের (৬০) শোকাহত পরিবারের খোঁজখবর নিয়েছেন। বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টায় মৃত হালিম সরদারের বাড়ির আঙিনায় আয়োজিত শোকসভায় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং বড় ছেলের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর।
শোকসভায় বক্তব্যকালে শামা ওবায়েদ বলেন, “আমরা এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে শোকাহত। বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আল্লাহ্ তাদেরকে ধৈর্য ধারণের শক্তি দিন।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা বালাম হোসেন, শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস,সালথা উপজেলা যুবদল নেতা মোঃ মানোয়ার হোসেন , শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস,বিএনপি নেতা আমির হামজা,মোঃ কালু মাতুব্বর সাংগঠনিক সম্পাদক সোনাপুর ইউপি বিএনপি।
ও বিএনপি নেতা মোঃ বাচ্চু মুন্সী, ডাঃ সাহাদাৎ হোসেন, মোঃ বাদশা মাতুব্বর প্রচার সম্পাদক সোনাপুর ইউনিয়ন বিএনপি,যুবদল নেতা মোঃ শাহজাহান, মোঃ শহিদুল সেচ্ছাসেবক দল সোনাপুর ইউনিয়ন বিএনপি, ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সর্বশেষ মরহুমের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম নিহত হন। তিনি রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী।