প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম (ভিজিট : ৬১)

গাজীপুরের কালীগঞ্জে আগাম শীতকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মোট ৮৪০ জন কৃষকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতে ৫৪০ জন কৃষককে মাঠ পর্যায়ে ২০ শতক জমিতে চাষাবাদের জন্য ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার এবং লাউ, শসা, কুমড়া, বেগুনের বীজ প্রদান করা হয়। এছাড়া ৩০০ জন কৃষককে বসতবাড়ীতে চাষাবাদের জন্য ৭ প্রকারের শাকসবজি বীজ দেওয়া হয়।