প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:১২ পিএম (ভিজিট : ৯২)

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটার একটা শফিকুল ইসলাম মাসুদ বলেন কালো টাকা ও দখলদারমুক্ত,অস্ত্র মুক্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে পি আর পদ্ধতি হলো একমাত্র সমাধান। আমরা বড় কি ছোট দল বুঝিনা যারা যে কোনো দলেরই প্রতিনিধিত্ব করেণ তারা সকলেই আমাদের দেশের সম্পদ। তারা যদি স্বৈরাচারীর দোসর না হয় তাহলে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় সরকারের রূপরেখা বিনির্মাণের মাধ্যম হচ্ছে পিয়ার পদ্ধতি। তিনি বাউফলের দাসপাড়া ইউনিয়নে গণসংযোগ উপলক্ষে বিভিন্ন পথসভায় এ কথা বলেন।
আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি তার সিডিউল অনুযায়ী ২০টি প্রায় পথসভায় বক্তব্য রাখেন এবং সর্বশেষ রাত ৯টায় কেন্দ্রীয় কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে শেষ হবে দিনের কার্যক্রম বলে জানা গেছে।

ডক্টর মাসুদ আরো বলেন আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু আমরা অন্যায়ের কাছে আপোষ করি নাই। দেশে যাতে আর একটা ফ্যাসিবাদ তৈরি না হয় সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। যারা জুলাই সনদ এবং প্রিয়ার পদ্ধতির বিরোধিতা করে তারা মূলত অংশগ্রহণমূলক অবাতে একটি নিরপেক্ষ নির্বাচন চায়না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে বলেন আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল নয় এটা গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত। তারা কখনোই সুষ্ঠু নির্বাচন করেন নাই। জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র জনতার অনুরোধে আপনি এত গ্রহণ করেছেন। সেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন তাহলে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন। কোন রাজনৈতিক দল কিংবা সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় দেশবাসী ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করবে।
তিনি আরো বলেন আমরা এমপি হতে চইনা আমরা হব জনগণের সেবক।

সকাল ৯টায় মদনপুরে ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের অফিস উদ্বোধন করেন তিনি। ১০টায় দাসপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চান মিয়া মেম্বার বাড়িতে উঠান বৈঠক করেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। পরে সোনাবরু বাজার, কাজলা চৌমুহনি বাজার, বড়ো চৌমহনি বাজার, দাসপাড়া বোর্ড অফিসে দুপুর,মৈশাদী বাজার, ল্যাংড়া মুন্সির পুল,ব্রিকফিল্ড বাজার গণসংযোগ করেন তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাউফল উপজেলা সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম নূর উপজেলা শিবির সভাপতি লিমন হোসেন, শিবির নেতা দেলোয়ার হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজলসহ গণমাধ্যম কর্মীরা।