প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১২:১৩ এএম (ভিজিট : ৩৮)

ব্যায়োগ্যাস স্থাপন ও সম্প্রসারণ এবং ব্যায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে ঋণ বিতরণ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৩ জনকে উদ্যোক্তার মাঝে ছাব্বিশ লক্ষ টাকা ঋণের বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬ এর মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মোঃ হারুণ- অর- রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু আক্তার হোসেন প্রমূখ।
এসময় মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান শেষে ব্যায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনকারী তের জনকে ঋণের চেক হাতে তুলে দেন।