প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম (ভিজিট : ১৩৭)

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা উপজেলা) আসনের ১৩৯টি পূজা মণ্ডপে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও আর্থিক উপহার প্রদান করা হয়েছে। প্রতিটি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজেদের মণ্ডপের পক্ষ থেকে এ উপহার গ্রহণ করেন।
গত ২৮ সেপ্টেম্বর শহরের দত্তপাড়া এলাকায় জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা মো. আবুল কাশেমের আয়োজনে তার নিজস্ব বাসভবন থেকে এ উপহার বিতরণ করা হয়। এসময় তার পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে উপহার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট, জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক, যুগ্ম সম্পাদক তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুল ইসলাম এবং এনএস সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর হাবিব প্রমুখ।
উপহার বিতরণের আগে বিদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন আবুল কাশেম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধর্মাবলম্বী মানুষের শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের পক্ষে। তিনি দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন, শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। একইসাথে সাম্প্রদায়িক অপচেষ্টা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে— “ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।” তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
আবুল কাশেম প্রত্যাশা ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসব জাতির জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে। তিনি বলেন, “পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে। তারেক রহমানও তার ৩১ দফা কর্মসূচির মধ্যে এই বার্তাকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় আমরা বিএনপি পরিবার সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকব।”