প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০১ পিএম (ভিজিট : ৯৭)

বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শহীদ জালাল গ্রামের গাড়ি পুড়িয়ে দেওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে মাছ বিক্রির উদ্দেশ্যে শহীদ জালাল গ্রামে যান নাসির হোসেন। এ সময় তার সঙ্গে অভিযুক্ত পাখির কথা কাটাকাটি হয়। পরে নাসির হোসেনের ভাই মিজানুর রহমান ঘটনাটি সমাধানের জন্য এগিয়ে গেলে পাখি তার উপর চড়াও হয়। অভিযোগ রয়েছে, মিজানুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে তার নিজের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এরপর নাসির হোসেনের আরেক ভাই আব্বাস এগিয়ে এসে প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়াও আরও কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, মহিবুল্লাহ, পাখি, এনামুল হক মালা পরিকল্পিতভাবে তাদের ওপর এ হামলা চালায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক মালা বলেন, “কিছুদিন আগে আমাদের এলাকায় মসজিদ থেকে এক লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছিল। চোর ধরেছি, তারা জেল হাজতে আছে। মানববন্ধনের উদ্দেশ্যে শহীদ জালাল থেকে কাছিপাড়ায় যাওয়ার পথে তারা বাধা সৃষ্টি করে। তাই এ ঘটনা ঘটেছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বগা ফারির এসআই সোহেল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।