সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করলেন রাজ্জাক, করবেন বিসিবি নির্বাচন
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৮৫)

ক্রিকেটার, নির্বাচকের পর এবার সংগঠকের ভূমিকায় আসার দৌড়ে নামলেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার লক্ষ্যে তিনি জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন। বিসিবি তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট থেকে ঢাকায় ফিরে সরাসরি বিসিবি ভবনে যান রাজ্জাক। সেখানেই আলোচনার পর নির্বাচকের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন এবং পরিচালক পদের জন্য তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রাজ্জাক খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই বিভাগ থেকে মনোনয়নপত্র কিনেছেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলি খানও। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে সর্বোচ্চ দুইজন পরিচালক হতে পারবে। যেহেতু খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ইতোমধ্যে দুইজন মনোনোয়ন নিয়েছেন, তৃতীয় পক্ষ না এলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান।

বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দারুণ শুরুর পরও ১৪৬ রানে অলআউপ পাকিস্তান
ভালুকায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে নিহত ১
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসচাপায় নিহত ২, আহত ৪
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বারো লক্ষাধিক টাকার গরু ও চোরাচালানী মালামাল আটক
শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শিগগিরই বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান
৪১ বছর পর ভারত–পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল, ভারতকে ‘হুমকি’ দিল পাকিস্তান
উচ্চপর্যায়ের নৈশভোজে অংশগ্রহণ প্রধান উপদেষ্টার
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’
হ্যারি কেইনের ইতিহাস, পেছনে ফেললেন রোনালদো-হালান্ডকে
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com