
সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ পাচ্ছেন দেশের ১২ জন যুবউদ্যোক্তা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে প্রধান উপদেষ্টা এ পুরস্কার প্রদান করবেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে যুব ও ক্রীয়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীয়া সচিব মো. মাহবুব- উল- আলম।
সচিব মো. মাহবুব- উল- আলম জানান, জাতি গঠনের অভিযাত্রায় বাংলাদেশের তরুণ সমাজই সবচেয়ে বড় সম্ভাবনা ও পরিবর্তনের চালিকাশক্তি। আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ বাস্তবতায়, দেশের যুবদের উদ্যম, নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত ও সম্মানিত করার উদ্দেশে এ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের তত্ত্বাবধানে স্থায়ীভাবে 'ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড' প্রবর্তন করা হয়। এ অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো যুবকদের স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। এটি শুধু সম্মান নয়-একটি আহ্বান, যা তরুণদের নেতৃত্বে এক নতুন সম্ভাবনার পথ খুলে দেয়।
তিনি বলেন, এ বছর যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য ৩ জন, শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ২ জন। দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ২ জন। জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা/সমাজকল্যাণে অসাধারণ অবদানের জন্য ৩ জন এবং ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য ২ জনকে মনোনীত করা হয়েছে। পুরস্কার হিসেবে নগদ এক লাখ টাকার প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
পুরস্কারের যোগ্যতা উল্লেখ করে সচিব বলেন, প্রার্থীকে অবশ্যই ১৮-৪৫ বছর হতে হবে। অলাভজনক, অরাজনৈতিক এবং অবৈতনিকভাবে স্বেচ্ছাসেবক হিসেবে এবং উন্নয়নমূলক কর্মে নিয়োজিত থাকতে হবে। দাখিলকৃত প্রোফাইলের বিষয়ে ক্যাটাগরিতে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট একজন কর্মকর্তার (৯ম গ্রেড বা তদূর্ধ্ব) প্রত্যায়ন থাকতে হবে। জেলা কমিটির সুপারিশ থাকতে হবে।
পুরস্কারের অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে, আগে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রাপ্তরা বিবেচিত হবেন না। ফৌজদারি মামলায় দণ্ডিত কোনো ব্যক্তি যোগ্য হবেন না। সমাজ বা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত কোনো ব্যক্তি যোগ্য হবেন না। ঋণ খেলাপি ব্যক্তি যোগ্য হবেন না এবং বিজ্ঞপ্তির আলোকে চাহিত তথ্যাদি দাখিল না করায়।
পুরস্কার প্রাপ্তরা হলেন-যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাদারণ অবদানের জন্য মনোনীত ৩ জন হলেন শেরপুরের মোছা. সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কচ খান ও লক্ষীপুরের মো.জাকির হোসেন।
শিক্ষা বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য মনোনীত ২ জন হলেন: ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ, গাইবান্ধার মো. শাহদাৎ হোসেন।
দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য মনোনীত ২ জন হলেন রাজশাহীর হাসান শেখ ও পাবনার মো. দ্বীপ মাহবুব।
জেষ্ঠ্যদের প্রতি আদর্শ সেবা/ সমাজকল্যাণে অসাধারণ অবদানের জন্য মনোনীত ৩ জন হলেন : লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার ও রাজশাহীর মো. মুহিন (মোহনা)।
ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য মনোনীত ২ জন হলেন : সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা।
প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত যুবকল্যাণ তহবিল আইন ২০১৬ মোতাবেক সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুবদের পুরস্কৃত করার বিধান রয়েছে। তদানুযায়ী ৫টি ক্যাটাগরিতে ১২ জন যুবউদ্যোক্তাকে এভ ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫' প্রদান করা হচ্ছে।