শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৯ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


আইন-আদালত
হত্যা মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ২৩৪)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে বিপ্লবকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ২২ জুন দিবাগত রাত ১০টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের আগের দিন ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুর-কৃষি ব্যাংক এলাকায় ব্যাপক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুলসহ তিনজনের মৃত্যু হয়। আহত হয় প্রায় দেড় শতাধিক। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বার্সেলোনায় আহলে ছুন্নত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী (সাঃ) উৎযাপন
বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় ইমামকে হত্যাচেষ্টার অভিযোগ
ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
কালীগঞ্জে সাংবাদিক জাকারিয়া মামুনের ওপর সন্ত্রাসী হামলা
ফলাফল ঘোষণার আগেই জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তারের পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে দুই নারী মাদক কারবারী আটক
দুর্গম এলাকায় শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে ‘দম’ টিম
নেপালে বিক্ষোভে অস্থিরতা: সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের
বিভিন্ন অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জাকসু ভোটগ্রহণ
জন্ম-মৃত্যু নিবন্ধন পারফরমেন্সে ২৩ ধাপ এগিয়েছে নকলা, প্রথম স্থানে ফের ঝিনাইগাতী
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com