মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


অর্থনীতি
৩ মাসে ব্যাংকে আমানত বেড়েছে ৭৩ হাজার কোটি টাকা
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম   (ভিজিট : ৩৫)
নানা অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটের খবর বেরিয়ে আসতে থাকায় অস্থিরতায় ভুগছে দেশের ব্যাংক খাত। তবে এর মধ্যেও বেড়েছে আমানতের পরিমাণ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংক খাতে আমানত বৃদ্ধি পেয়েছে ৭৩ হাজার ৭৯ কোটি টাকা বা ৩ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৪ কোটি টাকা। আর জুন শেষে তা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে আমানত বেড়েছে উল্লেখযোগ্য হারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এপ্রিল-জুন প্রান্তিকে শহরের তুলনায় গ্রামীণ এলাকায় আমানতের প্রবৃদ্ধি বেশি হয়েছে। গ্রামীণ এলাকায় আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ, যেখানে একই সময়ে শহরাঞ্চলে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৬ শতাংশ।

চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতের মোট ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকার আমানতের মধ্যে শহরাঞ্চলের আমানত ছিল ১৬ লাখ ৮০ হাজার ৫৫৮ কোটি টাকা। আর গ্রামীণ এলাকার আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ১৬ হাজার ২৪ কোটি টাকা। মার্চ শেষে ব্যাংক খাতে যত আমানত ছিল, তার ৮৪ দশমিক ১৭ শতাংশ ছিল শহরাঞ্চলের এবং ১৫ দশমিক ৮৪ শতাংশ গ্রামীণ এলাকার।

বিশ্লেষকদের মতে, গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবা ও ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সেখানে আমানতের প্রবৃদ্ধি কিছুটা বেশি হয়েছে। পাশাপাশি বিভিন্ন সঞ্চয়পত্র ও প্রণোদনা প্রকল্পও গ্রামীণ আমানত বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

অমানত বৃদ্ধির পেছনে সুদের হারও বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা। চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের গড় সুদহার ছিল ৬ দশমিক ২৪ শতাংশ। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩১ শতাংশে। সুদের এই সামান্য বৃদ্ধি আমানতকারীদের ব্যাংকের প্রতি আগ্রহ বাড়িয়েছে।

ব্যাংকাররা বলছেন, ব্যাংক খাতে আস্থা কিছুটা ফিরতে শুরু করলেও মূলত সুদের হারের ঊর্ধ্বগতি মানুষকে আমানত বাড়াতে উৎসাহিত করেছে। বিশেষ করে নগদ অর্থ ধরে রাখার বদলে ব্যাংকে জমা করলে অতিরিক্ত মুনাফা পাওয়ার সম্ভাবনা থাকায় অনেকে ব্যাংকে অর্থ জমাতে আগ্রহী হচ্ছেন।

তিন মাসের ব্যবধানে আমানতের পাশাপাশি ঋণ প্রবাহও বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১২ হাজার ৬১৮ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৩৪ হাজার ১৭২ কোটি টাকা। এই সময়ে ঋণ বেড়েছে ২১ হাজার ৫৫৪ কোটি টাকা বা ১ দশমিক ২৬ শতাংশ।

তথ্য অনুযায়ী, জুন শেষে বিতরণ করা ঋণের মধ্যে ১৬ লাখ ৩ হাজার ৩৯২ কোটি টাকা বা ৯২ দশমিক ৪৬ শতাংশই গেছে শহরাঞ্চলে। অপরদিকে, গ্রামীণ অঞ্চলে বিতরণ হয়েছে মাত্র ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা বা ৭ দশমিক ৫৪ শতাংশ।

বিশ্লেষকদের মতে, শহরাঞ্চলে ব্যবসা-বাণিজ্য ও শিল্প কার্যক্রম বেশি হওয়ায় ঋণ প্রবাহও মূলত সেখানেই কেন্দ্রীভূত। গ্রামীণ এলাকায় কিছু কৃষি ও ক্ষুদ্রঋণ কর্মসূচি থাকলেও তা মোট ঋণের তুলনায় খুবই সীমিত।

ব্যাংকাররা বলছেন, ব্যাংক খাতে সামগ্রিক সংকট, খেলাপি ঋণ বৃদ্ধি এবং অনিয়মের মধ্যেও অল্প কিছু ভালো ব্যাংকের কারণেই আমানত প্রবৃদ্ধি বজায় আছে। তারা বলছেন, সাধারণ আমানতকারীরা তুলনামূলক সুনামধন্য ও আর্থিকভাবে স্থিতিশীল ব্যাংকের দিকেই বেশি ঝুঁকছেন। ফলে দুর্বল ব্যাংকগুলো এখনো আমানত বৃদ্ধিতে তেমন সাফল্য পাচ্ছে না।

একই সঙ্গে তারা সতর্ক করছেন, শুধু আমানত বৃদ্ধি দিয়ে ব্যাংক খাতের সংকট কাটবে না। সুদের হার সামান্য বাড়লেও যদি ঋণ পুনঃপ্রাপ্তি নিশ্চিত করা না যায় এবং খেলাপি ঋণ কমানো না যায়, তবে আমানত প্রবৃদ্ধি টেকসই হবে না।

গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনৈতিক বিশ্লেষক এম হেলাল আহমেদ জনি বলেন, ‘ব্যাংক খাতে আমানত বৃদ্ধিকে অবশ্যই ইতিবাচক সংকেত বলা যায়। বিশেষ করে গ্রামীণ এলাকায় আমানতের প্রবৃদ্ধি বেড়ে যাওয়া অর্থনীতির জন্য শুভ লক্ষণ। তবে শুধু সুদের হার বৃদ্ধির কারণে আমানত বেড়েছে—এটাকে দীর্ঘমেয়াদি সমাধান বলা যাবে না। আসল চ্যালেঞ্জ হচ্ছে ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনা, ঋণ পুনঃপ্রাপ্তি নিশ্চিত করা এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা। আমানত বৃদ্ধি টেকসই করতে হলে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংক খাতে আমানত বৃদ্ধি এক ইতিবাচক দিক হলেও এর পেছনে মূল কারণ ছিল সুদের হার বৃদ্ধি এবং কিছু ব্যাংকের কার্যকর পদক্ষেপ। তবে শহরাঞ্চলেই মূলত আমানত ও ঋণ প্রবাহ বেশি কেন্দ্রীভূত হওয়ায় গ্রামীণ এলাকার অংশগ্রহণ সীমিত রয়ে গেছে। ব্যাংক খাতের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হলে শুধু আমানত বৃদ্ধি নয়, বরং ঋণ পুনরুদ্ধার, দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণ এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তবেই ব্যাংক খাত প্রকৃত অর্থে স্থিতিশীল হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারবে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঢাবি উপাচার্যের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ: ধিক্কার জানালেন সারজিস
৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র জমা আহ্বান
প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল
কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা, বিস্ফোরণে কাঁপলো দোহা
এবার টাইগারদের চোখ থাকবে ট্রফির দিকে: লিটন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে দুই নারী মাদক কারবারী আটক
প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটি কমাতে চায় সরকার
জীবনের ৮১ বসন্তে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত
জাপানের কাছে হেরে প্লে অফে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ
ডাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ত প্রচারণা ও প্রতিশ্রুতির ফুলঝুড়ি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com