মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
আরিয়ান খানের সিরিজে প্রথমবার এক ফ্রেমে তিন খান
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫২ পিএম   (ভিজিট : ৪০)
তিন দশকের ক্যারিয়ারে কখনোই পর্দায় একসঙ্গে দেখা যায়নি বলিউডের তিন খানকে। তবে সাম্প্রতিক সময়ে আমির একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তা নিয়ে শাহরুখ-সালমানের সঙ্গেও আলোচনা করেছিলেন। এরপর থেকে ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদেরকে একসঙ্গে দেখার। অবশেষে এক ছাতার নিচে দেখা গেল বলিউডের তিন খান—শাহরুখ, সালমান, আমিরকে। 

সেটাও শাহরুখপুত্র আরিয়ান খানের হাত ধরে!
সোমবার বিকেলে প্রকাশ হয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘দ্য ব্যাড্স অব বলিউড’-এর ট্রেলার। ৩ মিনিট ২৯ সেকেন্ডের হাই ভোল্টেজ ট্রেলারে দেখা গেল আমির খানকে। ট্রেলারের শেষ দিকে এসে চমকে দেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর আগে সিরিজটির প্রিভিউতে এক ঝলক দেখা গিয়েছিল সালমান খানকে।

সব মিলিয়ে জমজমাট ট্রেলার। আর ট্রেলারের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে এক সিনেমার মধ্য দিয়ে তিন খান আসছেন একসঙ্গে পর্দায়। যা রীতিমতো উৎসবের আমেজ তৈরি করেছে ভক্ত অনুরাগীদের মাঝে।

ট্রেলারটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। এর আগে ফার্স্ট লুক টিজারে দেখা মিলেছে সালমান খানের। তখনও নিশ্চিত হওয়া যায়নি আমির খান এতে থাকছেন কিনা। তবে ট্রেলারে দেখা মিলল আমির খানের। সেই সঙ্গে শাহরুখ খানেরও দেখা মিলেছে। তিন খানকেই ক্যামিও চরিত্রে দেখা যাবে এতে।

যা দর্শকদের আগ্রহের পারদ তুলেছে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখা মিলছে ভক্তদের। কেউ কেউ লিখছেন, ‘অবশেষে তিন খান একসঙ্গে! ভারতীয় সিনেমার সবচেয়ে দুর্দান্ত ফ্রেম।’ কারো মতে, প্রথমবারের মতো শাহরুখ-আমির-সালমান এক পর্দায়। তাদের নির্দেশনা দিচ্ছে ছোট আরিয়ান। ভাবা যায়?’ কেউ বা লিখেছেন, ‘আরিয়ান খান তো ইতিহাস গড়ল!’ এছাড়া বিভিন্নরকম মিমস, তিন খানের ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে তাদের ভক্তদের। তিন খানকে এক সিনেমায় দেখার দীর্ঘ তিন যুগের বেশি অপেক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে।
 
সিরিজে মুখ্যচরিত্রে লক্ষ্য অভিনীত চরিত্রে আসমান সিং, এক সাধারণ ছেলের তারকা হয়ে ওঠার গল্পই দেখানো হয়েছে এখানে। বাবা–মায়ের (বিজয়ন্ত কোহলি ও মোনা সিং) প্রেরণায় ছেলেটি স্বপ্ন দেখে সুপারস্টার হওয়ার। তবে তার যাত্রা মসৃণ নয়—সুপারস্টার অজয় তলওয়ার (ববি দেওল)-এর সঙ্গে সংঘাত, তারই মেয়ের প্রেমে পড়া, আর শেষমেশ নিজের জায়গা করে নেওয়ার লড়াই—সব মিলিয়ে একেবারে বাণিজ্যিক ঢংয়ে গড়া কাহিনি। 

আমিরকে যেমন ‘ছি ছি’ করতে করতে মজার দৃশ্যে দেখা গেছে তেমনই ট্রেলারের একেবারে শেষে শাহরুখের মুখে গালাগালি শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া! সিরিজটির সবচেয়ে বড় চমক—বলিউডের হেভিওয়েট তারকাদের ক্যামিও উপস্থিতি। ববি দেওল, সালমান খান, করণ জোহর, ব়্যাপার বাদশা, শাহরুখ খান, আমির খান, এস.এস. রাজামৌলি, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাও- কে নেই? গোটা বলিউড যেন হাজির! বলিউড তারকাদের জীবনের একটা অংশই ফুটে উঠবে পর্দায়। তাই ভক্তদেরও যেন আর তর সইছে না দেখার। আগামী ১৮ সেপ্টম্বর মুক্তি পাবে সিনেমাটি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঢাবি উপাচার্যের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ: ধিক্কার জানালেন সারজিস
৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র জমা আহ্বান
প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল
কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা, বিস্ফোরণে কাঁপলো দোহা
এবার টাইগারদের চোখ থাকবে ট্রফির দিকে: লিটন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে দুই নারী মাদক কারবারী আটক
প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটি কমাতে চায় সরকার
জীবনের ৮১ বসন্তে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত
জাপানের কাছে হেরে প্লে অফে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ
ডাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ত প্রচারণা ও প্রতিশ্রুতির ফুলঝুড়ি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com