প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম (ভিজিট : ২০৩)
ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ওয়েইন রুনি বলেছেন, থমাস টুখেলকে ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাই পর্বের কিছু সহজ বা ‘ননসেন্স’ ম্যাচের ভিত্তিতে বিচার করা উচিত নয়।
রুনি বলেন, ‘আপনি জানেন ইংল্যান্ড জিতবেই। প্রতিপক্ষ প্রায়ই ১০ জন খেলোয়াড় নিয়ে রক্ষণে থাকে, তাই এই ম্যাচগুলো আসল কৌশল প্রদর্শনের সুযোগ দেয় না। থমাস হয়তো ভালো ম্যাচ খেলেই তার ক্ষমতা দেখাতে চাইছেন।
এটি কোনো সহজ কাজ নয়।’ থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড ইতিমধ্যেই আলবেনিয়াকে ২-০, লাটভিয়াকে ৩-০ এবং আন্দোরাকে ১-০ ব্যবধানে হারিয়েছে। রুনি মনে করেন, বড় দলের বিপক্ষে ইংল্যান্ডের খেলা থেকেই কোচের আসল কৌশল বোঝা যাবে।
তিনি আরো বলেন, ‘আমি মনে করি তিনি একজন শ্রেষ্ঠ কোচ।
ইংল্যান্ডের খেলার ধরন নিয়ে কিছুটা সমালোচনা হতে পারে, কিন্তু এই ধরনের ম্যাচ আসলে ‘ননসেন্স’। প্রতিপক্ষ ১০ জন খেলোয়াড় নিয়ে রক্ষণ করছে, আর তাদের ভাঙা সহজ নয়।’
২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১২০ ম্যাচে ৫৩ গোল করা রুনি বলেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলতে আমি সব সময় ভালোবাসতাম। এখন দেখলে, কিছু ম্যাচ একটু একঘেয়ে মনে হতে পারে।
আসল মজা তখনই, যখন টুর্নামেন্টে খেলতে যায়। শেষ কয়েকটি ম্যাচ কিছুটা কষ্টদায়ক।’
থমাস টুখেলের চুক্তি ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত। রুনি বলেন, ‘বিশ্বকাপ জিতবে কি না বলা মুশকিল, তবে তার কাছে একবারের সুযোগ আছে।’
আগামী পাঁচ দিনে ইংল্যান্ড অ্যান্ডেরা ও সার্বিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে।
দুটি জয় তাদের বিশ্বকাপে পৌঁছানোর পথে আরো একধাপ এগিয়ে দেবে।