বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫ ১৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


কুড়িগ্রামে খাদ্য নিরাপত্তা নিয়ে কোন শংকা নেই
আশির্বাদ রহমান
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:৪৫ PM

কুড়িগ্রামে খাদ্য নিরাপত্তা নিয়ে কোন শংকা নেই। চলতি মৌসুমে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ রয়েছে বলে জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। চলতি বছরের ২৫ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন এল.এস.ডিতে (লোকাল সাপ্লাই ডিপো) ধান মজুদ রয়েছে ১ হাজার ৩৩০ মেট্রিক টন, চাল ৩০ হাজার ৭৬৮ মেট্রিক টন এবং গম ৫২৮ মেট্রিক টন।

জানা গেছে, কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার এল.এস.ডিগুলোর ধারণক্ষমতা প্রায় ২৫ হাজার মেট্রিক টন। এ মৌসুমে জেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৮০৫ মেট্রিক টন এবং ধান ৯ হাজার ৭০৪ মেট্রিক টন।

এর ধারাবাহিকতায় কুড়িগ্রাম সদর উপজেলার খাদ্য গোডাউন এল.এস.ডিতে বর্তমানে সিদ্ধ চাল ১২ হাজার ২০৫ মেট্রিক টন, ধান ২৫১ মেট্রিক টন এবং গম ৫২৫ মেট্রিক টন মজুদ রয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার এল.এস.ডি খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করায় তারা আর হয়রানির শিকার হন না। নির্ধারিত লক্ষ্যমাত্রায় আমরা সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করি। গুদামের নিরাপত্তা ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই। এছাড়া খাদ্যশস্য যাতে কীটপতঙ্গ দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নিয়মিত ঔষধ ব্যবহার করা হচ্ছে।
কৃষক হামেদুল ইসলাম জানান,আগে ধান বিক্রিতে অনেক ভোগান্তি পোহাতে হতো। এখন অনলাইনে এসএমএস পেয়ে নির্ধারিত তারিখে ধান জমা দিতে পারি। সময় ও খরচ দুটোই বাঁচছে।

অন্য কৃষক শফিউল্লাহ বলেন, সরকারি দামে ধান বিক্রি করতে পারায় আমরা খুশি। এল.এস.ডিতে কোনো হয়রানি হয় না এবং ওজনও সঠিকভাবে করা হয়। এতে আমরা কৃষকরা উপকৃত হচ্ছি।

কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সর্বদা তদারকি করছি। পর্যাপ্ত মজুদ থাকার কারণে জেলার খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। পাশাপাশি সংগ্রহ কার্যক্রমকে স্বচ্ছ ও সহজ করতে ডিজিটাল প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫০০-২০০০ ব্যক্তি ভোলাগঞ্জের সাদা পাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন
প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরকার দায়িত্বহীন: এনসিপি
গারো পাহাড়ে খাবারের সন্ধানে লোকালয়ে বন্য হাতির দল, দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ!
শেরপুরে খাদ্যে ভেজাল দেওয়ায় মদিনা ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নেইমার-ভিনি-রদ্রিগোকে ছাড়াই দল ঘোষণার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি
তিন দফা দাবিতে শাহবাগে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স'
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, যুবক আটক
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি
শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com