বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫ ১৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সন্ত্রাস অত্যাচার নির্যাতনের মধ্যেও বীরদর্পে চলেছি: এ্যানি
মো.আরিফ হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:১৬ PM

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হাসিনার বিরুদ্ধে যখন এক দফার আন্দোলন, তখন বার বার জেলে গিয়েছি। হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন হয়েছে আমিসহ আমাদের সকল নেতাকর্মীর উপর। যত প্রতিবাদি হয়েছি, তত গ্রেপ্তার হয়েছি। আমরা কখনোই হাসিনার কাছে মাথানত করি নাই। আমাদের অনেক নেতাকর্মী গুমের শিকার, খুনের শিকার, রক্তাক্ত হয়েছে। আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। সন্ত্রাস, অত্যাচার, নির্যাতনের মধ্যেও বীরদর্পে চলেছি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ্যানি বলেন, আমার বাড়িতে হামলা হয়েছে, নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়েছে। তারপরও আমরা পালিয়ে যাইনি। অনেক এসপি, ডিসির রক্তচক্ষু দেখেছি, আর গডফাদার তাহের (প্রয়াত আ.লীগ নেতা) বাহিনী তো সাধারণ ব্যাপার ছিল। কিন্তু সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ জেলায় (লক্ষ্মীপুর) আমরা নেতৃত্ব দিয়েছি। মাথানত করে নেতৃত্ব দিই নাই।  

বলেন, ৫ আগস্টের পর আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যখন মনে করলেন রাজনীতি এবং রাজনীতিবিদদের যে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা দরকার, আগামি যে নির্বাচন, আগামি দিনে দেশ গড়ার যে চ্যালেঞ্জ, বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিক প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আমরা ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নিচ্ছি। তিনি যে কথাগুলো বলতেছেন, সাধারণ মানুষের আস্থা এমনভাবে বেড়ে চলেছে বাংলাদেশের সঠিক যে একটা নেতৃত্ব দরকার, তিনিই হলেন তারেক রহমান। তিনি আস্থা সৃষ্টি করেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। তার অপেক্ষায় রয়েছি, তিনি এ দেশে আসবেন। একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সে জনগণের সরকার বাংলাদেশ জাতীয়বাদী দলের সরকার হবে। 

এ্যানি বলেন, আমরা ৩১ দফার কথা বারবার বলেছি। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্য মতের সরকার গঠন করবো। সেই সরকারের নেতৃত্ব দিবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে। 

বলেন, আমাদেরকে এখন নতুন বাংলাদেশ গড়তে হবে তারেক রহমান নেতৃত্বে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় এবং পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫০০-২০০০ ব্যক্তি ভোলাগঞ্জের সাদা পাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন
প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরকার দায়িত্বহীন: এনসিপি
গারো পাহাড়ে খাবারের সন্ধানে লোকালয়ে বন্য হাতির দল, দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ!
শেরপুরে খাদ্যে ভেজাল দেওয়ায় মদিনা ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নেইমার-ভিনি-রদ্রিগোকে ছাড়াই দল ঘোষণার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি
তিন দফা দাবিতে শাহবাগে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স'
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, যুবক আটক
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি
শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com