প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:১৪ PM
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
বুধবার সকালে কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকায় আতাউর রহমান পুলিশের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কোতোয়ালি বাগ গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান ( ৪০) পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকার আতাউর রহমান পুলিশের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। বুধবার সকালে মোস্তাফিজুর দরজা বন্ধ ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়।পরে তারা থানায় খবর দেন।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছ। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটির আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন।