প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:২২ PM
আখাউড়া-সিলেট রেলপথ সংস্কারসহ ৮দফা দাবী বাস্তবায়নের চলমান কর্মসূচি হিসেবে সিলেট রেল স্টেশনে পূর্ব ঘোষিত গেল শনিবার (১৬আগস্ট) মানববন্ধনে অংশগ্রহণে যাওয়ার পথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দুই বারের সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি, যুগান্তরের সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলামসহ সমাজকর্মী সাংবাদিকদের সাথে অসদাচরণের বিষয়টি নিষ্পত্তির জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় পূর্বের ঘটনার জন্য ক্ষমা ও দুঃখপ্রকাশ করেন কুলাউড়া রেল স্টেশনের সহকারী মাষ্টার কামাল হোসেন। বৈঠকে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন নিষ্পত্তি করে দেন।
এতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, রেল কর্মকর্তা শাহজাহান পাটোয়ারী, স্টেশনের মাস্টার রোমান আহমদসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সমাজকর্মী ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, স্টেশনের যাত্রী সেবার মান বৃদ্ধির পাশাপাশি সকল ট্রেন যাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করার জন্য কুলাউড়া রেল কর্তৃপক্ষ কে পরামর্শ দেন। ভবিষ্যৎ এধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকেও সর্তক থাকার আহবান জানান।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই জানান, আড়াই ঘন্টার বৈঠকে টিকেট কালোবাজারি, অনিয়ম-দুর্নীতির নানা বিষয়ে আলোচনা হয়েছে। সেই সাথে স্টেশনে চেয়ার বৃদ্ধিসহ যাত্রীসেবার মান উন্নতি ছাড়াও ভিবিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এবং ওইদিন সহকারী মাষ্টার কামাল তাঁর আচরণের জন্য দুঃখপ্রকাশ ও ক্ষমা চান। এছাড়াও বৈঠকে সিদ্ধান্তগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারী দেন।
সোমবার (১৮ আগস্ট) বিষয়টি নিষ্পত্তির জন্য ওই বৈঠকে সকলের কাছে ক্ষমা চেয়েছেন এবং পরবর্তিতে এধরনের আচরণ যাতে না করে এর জন্য তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। সহকারী স্টেশন মাষ্টার কামাল হোসেন যতদিন কুলাউড়ায় থাকবেন ততদিন সকল যাত্রীদের সাথে ভালো আচরণ ও দায়িত্বশীল হয়ে কাজ করার অঙ্গীকার করেন।