শনিবার ১৬ আগস্ট ২০২৫ ১ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


শেরপুর প্রেসক্লাবের আয়োজনে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:২৮ PM

শেরপুর প্রেসক্লাবের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৪ আগস্ট বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী চিত্রাংকন, কবিতা পাঠ, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে শেরপুর জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী বিতার্কিক দলের মধ্য থেকে সেরা ৬ জনকে নিয়ে জুলাই ‘শহীদ মাহবুব’ এবং ‘শহীদ সবুজ’ এর নামে পৃথক দুটি দলের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এসময় শহীদ মাহবুব দল চ্যাম্পিয়ন এবং শহীদ সবুজ দল রানার আপ হয়। পড়ে আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং সেরা বক্তার মাঝে পুরস্কার দেয়া হয়। 

এছাড়াও গত ৬ আগস্ট শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদেরকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণের আগে শেরপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে হারিয়ে যাওয়া পথিকাব্য পাঠ করেন শেরপুরের পুঁথি লেখক ও কবি এম এইচ মুকুল। 

এ সময় এডিসি রাজস্ব শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ আতিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়েদুল আলম, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেলসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে: প্রধান উপদেষ্টা
শেরপুর প্রেসক্লাবের আয়োজনে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ত্রিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কুরআনখানী ও দোয়া মাহফিল
ফরিদপুরের সালথা থানায় ‘ওপেন হাউস ডে অনুষ্ঠিত
পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের হয়ে মধ্যস্থতা নয়: ট্রাম্প
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মালয়েশিয়ার উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশি শ্রমিকরা: আনোয়ার ইব্রাহিম
ফ্রান্সে বেড়ে উঠা আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি প্রচার করতে হবে: সাত্তার আলী সুমন
আমেরিকা যাওয়ার টাকা ফেরতের দিনেই রহস্যজনক মৃত্যু
কোচিং বন্ধ-ক্যাম্পাস স্থানান্তরসহ ৮ দফা দাবি মাইলস্টোনে হতাহতদের স্বজনদের
ভালুকায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com