বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ, আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৩:৫৭ PM

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর আয়োজনে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যম কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ১৭ মিনিটের দিকে অনুষ্ঠানস্থলে এ বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান মঞ্চের সামনে বাউন্ডারিতে থাকা সাধারণ মানুষের কাছে ওড়ানোর জন্য কিছু বেলুন দেওয়া হয়। কয়েকটি হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং বেলুনের গায়ে মোড়ানো প্লাস্টিকের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে। এই সময় কয়েকজন সরাসরি আগুনে পুড়ে আহত হন।

ঘটনার পরপরই আয়োজকদের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা চালু করা হয় এবং দগ্ধদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

অনুষ্ঠানে থাকা এক স্বেচ্ছাসেবক বলেন, ‘বেলুনগুলো একসঙ্গে বাঁধা ছিল, সেগুলোর মধ্যে কয়েকটি হিলিয়াম ও কিছুতে সম্ভবত মিশ্র গ্যাস ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের উচ্চচাপে বা আশপাশে কোনও সিগারেট বা স্পার্ক থেকেই আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে।’

আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে নেওয়া একজনের শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় আহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের পরপরই উৎসবমুখর পরিবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আয়োজকরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং কিছুক্ষণ বিরতির পর অনুষ্ঠান পুনরায় শুরু হয়।

এ বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওযা যায়নি। তবে নাম প্রকাশ না করে একজন বলেন, ‘অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে একাধিক সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। কেন এই বেলুনে আগুন লাগলো। এর পেছরে অন্য কোনও অপশক্তি রয়েছে কিনা।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জে সি আই ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড পেলেন আয়েশা চৌধুরী
ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস পুকুরে উল্টে আহত ২০, নিখোঁজ-১
ফরিদপুরের সালথায় খেলার মাঠ দখলের অভিযোগ
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে স্থানীয় সরকারই চালিকাশক্তি: বিডা চেয়ারম্যান
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪০৮, মৃত্যু ৩
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত: কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা
ত্রিশালে বিএনপি নেতা খসরুর নেতৃত্বে বিজয় মিছিল
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
গাজীপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা
জুলাইয়ে রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com